উৎসবমুখর পরিবেশে জ্যামাইকাবাসীদের বিজয় দিবস উদযাপন
- প্রকাশের সময় : ১২:৪০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
- / ২০০৬ বার পঠিত
নিউইয়র্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সন্ধ্যায় স্থানীয় হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টের পার্টি হলে বিজয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন কমিউনিটির পরিচিতি মুখ, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও জ্যামাইকা-বাংলাদেশ সোসাইটির সভাপতি বাহলুল সৈয়দ উজ্জল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাহলুল সৈয়দ উজ্জল। এছাড়া বাংলাদেশের মহান বিজয় দিবস এবং প্রবাসে বিজয় দিবস পালনের গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সরাফ সরকার ও বুরহান উদ্দিন হাওলাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুল্লাহ ভূইয়া, শাহীন খান, শিবলী নোমানী, রোমেল খান, নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, দস্তগীর, অ্যাডভোকেট মামুন, ইসমাইল হোসাইন স্বপন, সুলতান খান, সুলতান বুখারী, আতিকুর সুজন, রফিক খান প্রমুখ। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী স্বপ্না কাওসার, চন্দন চৌধুরী সহ লিমন চৌধুরী, কান্তা আলমগীর, রিমু, ফারা আনা চৌধুরী, পারভেজ, রুবাই খন্দকার ও শিশু শিল্পী আনিসা সাঈদা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিশু শিল্পী আনিসা সাঈদার দেশের গান ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা…….’ শীর্ষক জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চন্দন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বিজয় দিবস সহ বাংলাদেশের অন্যান্য জাতীয় দিবস উদযাপন এবং দেশের শিল্প-সংস্কৃতি ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মের মাঝে তা ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রবাসে যতবেশী দেশী শিল্প-সংস্কৃতির চর্চা আর জাতীয় দিবস পালন করা হবে আমাদের মধ্যে দেশপ্রেম ততবেশী প্রস্ফুটিত হবে। বক্তারা বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রতি বিশেষ করে বাহলুল সৈয়দ উজ্জলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলো বোম্বে ভিডিও এন্ড প্রিন্টিং, উৎসব ডট কম, আরএক্স ফ্যামিলি কেয়ার ফার্মেসী, সিলেট মটরস, ঘরোয়া রেষ্টুরেন্ট, স্টার কাবাব রেষ্টুরেন্ট। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন এবং মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা রং ‘লাল-সবুজ’-এর রঙ্গে অনুষ্ঠান মঞ্চ সাজানো হয়। যা অনেকেরই দৃষ্টি কাড়ে। এছাড়া অনুষ্ঠানের আয়োজক ও অতিথিদের অনেককেই দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে লাল-সবুজের কারুকাজ করা আকর্ষণীয় পোষাক পড়তে দেখা যায়।