উৎসবমুখর পরিবেশে ‘উৎসব গ্রুপ’র ২০ বছর পূর্তি অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): উৎসবমুখর পরিবেশ আর বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘উৎসব গ্রুপ’র ২০ বছর পূর্তি উৎসব। নিউইয়র্কের লং আইল্যান্ড ম্যারিয়ট বলরুমে গত ৭ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উৎসব গ্রুপের কর্ণধার রায়হান জামান অতিথিদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হন। প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গতানুগনিত ধারায় নয়, বরং ব্যতিক্রমী আয়োজনে আয়োজিত অনুষ্ঠানটি আগত অতিথিদের মুগ্ধ করে বলে অনেকেই মন্তব্য করেছেন। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রায়হান জামান তার বক্তব্যে বিগত দুই দশকে উৎসব গ্রুপের পথচলার গল্প তুলে ধরেন। তার বক্তব্যের সাথে ভিডিও স্ক্রিনে ফুটে ওঠে উৎসব গ্রুপের সাফল্যের চিত্র। তিনি তার সাফল্যেও পিছনে তার বর্ষিয়ান মা আর পরিবারের প্রেরণার পাশাপাশি তার টিমের সকলের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তিনি তার ঢাকা সেন্ট্রাল অফিসের কর্মকর্তা আরিফ সহ টিমের সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আয়োজন আর অতিথি-কর্মকর্তাদের গল্পে উঠে আসে উৎসব গ্রুপের দুই দশকের দীর্ঘ পথচলার কথা, অনুপ্রেরণার কথা। যে সময়ে অনলাইনে কেনাকাটার ধারণাটি ছিলো অনেকের কাছেই অচেনা ও অনিশ্চিত, সেই সময়েই এক তরুণ উদ্যোক্তা সাহসিকতার সাথে শুরু করেছিলেন ‘উৎসব ডট কম’ নামের এক স্বপ্নের যাত্রা। আজ সেই ছোট্ট উদ্যোগটি পরিণত হয়েছে এক উৎসব গ্রুপে, পরিণত হয়েছে বহুমুখী ব্যবসায়ী প্রতিষ্ঠানে। যার অধীনে রয়েছে ১৭টি প্রতিষ্ঠান, দেশ-বিদেশে হয়েছে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থা। উৎসব মানেই আজ বিশ্বাস, আস্থা ও উদ্ভাবনের প্রতীক।
অনুষ্ঠানে জানানো হয়, উৎসব গ্রুপের ২০ বছরের সফল যাত্রার পেছনে রয়েছেন এক স্বপ্নদ্রষ্টা ও দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা, উৎসব গ্রুপের চেয়ারপারসন রায়হান জামান। অদম্য পরিশ্রম, সততা ও নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে তিনি ‘উৎসব’কে একটি প্রতিষ্ঠান থেকে এক পরিবারে রূপান্তরিত করেছেন। রায়হান জামান দেখিয়েছেন কীভাবে প্রবাসের মাটিতেও সৎ উদ্যোগ, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। তার নেতৃত্বে উৎসব গ্রুপ আজ প্রবাসী বাংলাদেশীদের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এসময় জনপ্রিয় ব্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার সঙ্গীত পরিবেশন করেন। সব শেষে ছিলো নৈশভোজ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবীর আলমগীর। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উৎসব গ্রুপের কর্মকর্তা ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।





















