উইন রোজারিওরকে হত্যায় প্রতিবাদ সমাবেশ : অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তি দাবী

- প্রকাশের সময় : ০১:২৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ২৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): সিটির ওজনপার্কে ১৯ বছর বয়সী বাংলাদেশী উইন রোজারিওরকে নিউইয়র্ক পুলিশ কর্তৃক হত্যার প্রতিবাদে সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে রোজারিও পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে হত্যাকারী দুই পুলিশ অফিসার অ্যালঙ্গি এবং সিয়ানফ্রোকোকে বরখাস্তের দাবী জানানো হয়। খবর ইউএনএ’র।
সমাবেশে উইন রোজারিও’র মা নতুন ইভা কষ্টা সহ নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন বি রাগা, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, মূলধারার রাজনীতিক মেরী জুবাইদা, ড্রাম-বিটস’র সংগঠক কাজী ফৌজিয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, একজন অসুস্থ যুবক উইন রোজারীয়কে যেভাবে তার মা ও ভায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে তা মানবাধিকারের চরম লংঘন। রোজারিও’র বেলায় যে ঘটনা ঘটেছে তাতে এমন পরিস্থিতি ঘটেনি যে রোজারিও-কে গুলি করে হত্যা করতে হবে।
সমাবেশে কাজী ফৌজিয়া বলেন, আমরা রোজারিও হত্যার বিচার দাবীর পাশাপাশি তার পরিবারের পাশে আছি এবং আগামী দিনেও এই পরিবারের পাশে থাকবো। রোজারিও’র পরিবারকে সাহস ও সমর্থন জানাতেই মানবাধিকার সংগঠন ড্রাম এন্ড বিটস-এর পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ মার্চ রোজারিও ওজনপার্কে নিজ বাসায় নিউইয়র্ক সিটি পুলিশের গুলিতে নিহত হন।