ঈদুল ফিতর সমাগত : সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে দেশে অর্থ প্রেরণে রেকর্ড প্রবাসীদের

- প্রকাশের সময় : ০২:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ২০ বার পঠিত
হককথা রিপোর্ট: পবিত্র রমজান মাস শেষের পথে। মুসলিম কমিউনিটিতে চলছে ঈদের প্রস্তুতি। আর আসন্ন ঈদকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীরা দেশে বাড়তি অর্থ প্রেরণ করছেন। ফলে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জগুলোতে ভীড় পরিলক্ষিত হচ্ছে। ঈদুল ফিতর ঘিরে দেশের পরিবার-পরিজনদের মাঝে ঈদের আনন্দ বইয়ে দিতে প্রবাসীরা বাড়তি অর্থ প্রেরণ করছেন। এজন্য তারা দেশের একমাত্র সরকারী অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জগুলোতে ভীড় করছেন।
সোনালী এক্সচেঞ্জ, জ্যামাইকা শাখার কর্মকর্তা মনিউর রহমান গত ২২ মার্চ জানান, সোনালী এক্সচেঞ্জ, জ্যামাইকা শাখার মাধ্যমে চলতি মাসে এ পর্যন্ত প্রায় ৪ মিলিয়ন ডলার প্রবাসীরা দেশে প্রেরণ করেছেন। আর গেলো সপ্তাহের একদিনে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ ডলার প্রেরণ করার রের্কড গড়েছে শাখাটি। অন্যান্য বছরের তুলনায় এবছর দেশে অর্থ প্রেরণে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া মিলছে। যা সর্বকালের রেকর্ড গড়তে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সোনালী ব্যাংকের সাবসিডি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ ইনক। সরকারীভাবে দেশে অর্থ প্রেরণে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রবাসীদের আস্থা ও বিশ্বস্থতার প্রতীকে পরিণত হয়েছে। দিন দিন বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। অর্থ প্রেরণে ব্যবহার হচ্ছে মোবাইল অ্যাপসও। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের ৪টি ষ্টেটের ১০টি শাখার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।