ইসি’র গোপন ভোটে ইলিয়াস খসরু কার্যকরী সদস্য নির্বাচিত
- প্রকাশের সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪
- / ৮৬৪ বার পঠিত
বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক’র নির্বাচনে সৈয়দ ইলিয়াস খসরু কার্যকরী পরিষদের সদস্য পদে পুন: নির্বাচিত হয়েছেন। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত সোসাইটির নির্বাচনে কার্যকরী পরিষদের পদে সৈয়দ ইলিয়াস খসরু ও সাইকুল ইসলাম সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তাদের ব্যাপারে সিদ্ধান্ত প্রদান স্থগিত রেখেছিলেন। পরবর্তীতে ইসি’র জরুরী সভায় গোপন ভোটে সৈয়দ ইলিয়াস খসরু (৩-১) নির্বাচিত হন জানা গেছে। উল্লেখ্য, সোসাইটির নির্বাচনে সৈয়দ ইলিয়াস খসরু ‘কামাল-সানী’ আর সাইকুল ইসলাম ‘কুনু-রহীম’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিটির সানিসাইডের একটি রেস্টুরেন্টে গত ৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের জরুরি সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসি’র সভায় কমিশনের সদস্যবৃন্দ যথাক্রমে মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আ. হাকিম, মোহাম্মদ আনোয়ার হোসেন ও আজমল আলী উপস্থিত ছিলেন।
ইসি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: সভায় গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদের ছয়টি পদের একটি পদে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পান। এতে ভোটের সংখ্যা সৈয়দ ইলিয়াস খসরু ও সাইকুল ইসলামের সমান (১১৮০) হওয়ায় সোসাইটির গঠনতন্ত্রের (আর্টিকেল ১৬, ক্লস বি) ধারা মোতাবেক নির্বাচন কমিশনাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করেন। নির্বাচন কমিশনারদের গোপন ভোটে সৈয়দ ইলিয়াস খসরু বেশি ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।