ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যে আর বর্ণাঢ্য আয়োজনে ফিলাডেলফিয়ায় তিনদিনব্যাপী মুনা কনভেনশন শুরু

- প্রকাশের সময় : ০৩:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যে আর বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (৮ আগষ্ট) জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক ‘পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার’-এ মুনা কনভেনশন শুরু হয়েছে। তিনদিনের এই কনভেনশন চলবে ১০ আগস্ট রোববার পর্যন্ত।
‘টচবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গেøাবালী’ শ্লোগানে আয়োজিত হচ্ছে এবারের মুনা কনভেনশন-২০২৫। সংশ্লিস্টরা জানান, ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নর্থ-আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ এই কনভেনশন আগামী ১০ আগষ্ট রোববার বিকেল ৫টায় আছরের নামাজ আদায়ের মধ্যদিয়ে শেষ হবে। মাঝে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত। খবর ইউএনএ’র।
শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে কনভেনশনের কর্মকান্ড শুরু হয়। ইমাম সিরাজ ওয়াজ জুম্মার নামাজে ইমামতি করেন। পরবর্তীতে মূল মঞ্চে উদ্বোধনী পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ জুনায়েদ হোসেন। এরপর অনুষ্ঠিত বাংলা অধিবেশনে ‘ইসলামী পারিবারিক শিক্ষা ও পরিবার গঠনে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য’ নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ ও ড. আবুল কালাম আজাদ বাশার। পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন নিহাদ আওয়াদ, ইমাম মোহাম্মদ আলী, সাফা জারজুর, ড. ওসামা আবু আরশাদ, ড. আয়মান হাম্মুস, সালমান মুজাহিদ, ওসামা জামাল ও মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন। শুক্রবার প্রথম দিনে বিভিন্ন বিষয়ে মোট ১১টি সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল- ইসলামের বিশ্বব্যাপী প্রসার থেকে শিক্ষা, বিশ্বজুড়ে দ্বীনের আলো ছড়ানো পথপ্রদর্শকরা, আলো ছড়িয়ে দিন, ঐক্য গড়ে তুলুন, সহনশীল মুসলিম যুবক, সিস্টার অনলি এন্টারটেইনমেন্ট সেশন, সংঘাতের ছায়া : মার্কিন ন্যায়বিচারের উপর কাশ্মীরের প্রতিফলন, সংগ্রামের প্রতিধ্বনি : আমেরিকান বিচারে কাশ্মীরের সমান্তরালতা প্রভৃতি বিষয়ে সেমিনার। এসব সেমিনাওে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের ইসলামিক ১০টি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন বলে মুনা’র ন্যাশনাল মিডিয়া ডিরেক্টর আনিসুর রহমান গাজী জানান।
মুনা কনভেনশনের প্রথম দিনে সর্বস্তরের অন্তত ১০ হাজার নারীপুরুষ এবং শিশু-কিশোর-কিশোরীরা অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কনভেনশনে শনিবারের কর্মকান্ড সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে। এদিনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শিশু-কিশোর, ইয়ুথ, ও নারী বিষয়ক বিশেষ অনুষ্ঠান। রোবববার থাকব ‘মেট্রোমোনিয়ল ডে’তে ইয়াং ছেলে-মেয়ে, যারা অবিবাহিত রয়েছেন তাদের ম্যাচ মেকিং এর জন্য কিছু স্পেশাল প্রোগ্রাম।
এছাড়াও কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে দেশ-বিদেশের আমন্ত্রিত ইসলামিক স্কলাররা বক্তব্য রাখবেন। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী ও শায়েখ আমাদউল্লাহ ভার্চ্যুয়ালী কনভেনশনে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।