অংশ নিচ্ছে ৬০টিরও অধিক প্রতিষ্ঠান : থাকবে বিষয় ভিত্তিক সেমিনার
ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আজ শনিবার

- প্রকাশের সময় : ০১:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আজ ৩ মে শনিবার নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠিত যাচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই এক্সপো। এক্সপোতে ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টির অধিক প্রতিষ্ঠান অংশ নেবে। ইউএসবিসিসিআই-এর লক্ষ্য, প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজারকে সহজলভ্য করা। খবর ইউএনএ’র।
‘রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’-এর কর্মকর্তারা জানান, এই এক্সপো শুধু লেনদেনের জায়গা নয়, এখানে মানুষ বাড়ি কেনার আগে-পরে কী করবেন, তা শিখতে পারবেন। এবারের এক্সপোতে প্রথমবারের মতো নিউইয়র্কে বাড়ি ক্রয়ে ১% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে। আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
এক্সপো’র অন্যতম আয়োজক আহাদ আলী সিপিএ জানান, গত বছরের সাফল্যের আলোকে এবছরও ‘রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’ আয়োজন করা হচ্ছে। শনিবারের এক্সপোতে রিয়েল এস্টেট বিষয়ক ভিত্তিক ৬টি সেমিনার থাকবে। এতে ইসলামিক বিষয়কও সেমিনার থাকবে।
উল্লেখ্য, ‘রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’ আয়োজনের নেপথ্যে বিশেষ ভূমিকা রাখছেন ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ, পরিচালক শেখ ফরহাদ, সহ সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, পরিচালক মিলি ভুইয়া প্রমুখ।