আলবেনীতে বাংলাদেশী আমেরিকান লবি ডে ১৪ মার্চ মঙ্গলবার

- প্রকাশের সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / ৪৭৩ বার পঠিত
নিউইর্য়ক: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ ইনক’র (বিএএজি) আয়োজনে ৬ষ্ঠ বারের মতো নিউইর্য়কের রাজধানী আলবেনীতে (ক্যাপিটাল হিল) বাংলাদেশী আমেরিকান লবি ডে’র কর্মসূচী নেয়া হয়েছে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার লবি ডে’র দিন নির্ধারণ করা হয়েছে। ঐ দিন সকালে শতাধিক প্রবাসী বাংলাদেশীর প্রতিনিধি দল নিউইয়র্ক থেকে আলবেনীর উদ্দেশ্যে যাবে বলে জানান এডভোকেসী গ্রুপের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ভূইঁয়া। তিনি বলেন, প্রতিবারের মতো এবারের লবি’ডে-তে ষ্টেট সিনেটর ও আ্যাম্বেলীম্যানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাবার সরবরাহ, হেইট ত্রুাইম, মুসলমানদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে লবিং করা হবে। লবি ডে’র প্রতিনিধি দলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশ নেবেন। প্রতিনিধি দলটি ক্যাপিটাল হিলে পৌঁছার পর কয়েকটি দলে বিভক্ত হয়ে সিনেটর ও অ্যাসেম্বলীওম্যানদের সাথে সাক্ষাত করে কমিউনিটির দাবী-দাওয়া তুলে ধরবেন।
ইঞ্জিনিয়ার কামাল ভূইঁয়া বলেন, বিগত বছরের লবি ডে’র অভিজ্ঞতার আলোকে চলতি বছরের লবি ডে সফল করার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাক্ষাৎ পাওয়া একটু কঠিন হলেও লবি ডে’র বিগত দিনের সফল কার্যত্রুমের ফলে এখন তাদের এপয়েন্টমেন্ট পাওয়া অনেক সহজ। তিনি বলেন, লবি ডে’র মাধ্যমে ক্যাপিটাল হিলে বাংলাদেশীদের নাম উচ্চারিত হচ্ছে। এটা সত্যিই আনন্দের। তিনি আরো বলেন, লবি ডে’র সফল করতে সংগঠনের উপদেষ্টামন্ডলী ও কার্যকরী কমিটির সদস্য সকলেই খুবই আন্তরিক। গত বছরের ন্যায় এবারও প্রতিনিধি দলে নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। কমিউনিটির বিভিন্ন দাবী-দাওয়া আদায়ে বিএএজি’র আয়োজনে ‘বাংলাদেশী আমেরিকান লবি’ডে একটি অব্যাহত প্রক্রিয়া। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশী-আমেরিকানরা ক্যাপিটাল হিল থেকে একদিন প্রত্যাশিত ফল পাবে। তিনি লবি ডে অনুষ্ঠান বাস্তবায়নে মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।
বিএএজি’র জেনারেল সেত্রেুটারী জয়নাল আবদীন বলেন, এ পর্যন্ত সিনেটর ও অ্যাসেম্বলীম্যান অনেকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আমাদের টাগের্ট অর্ধশত। আশা করি এবার আমরা পঞ্চাশ জনের সাথে বিভিন্ন দাবী নিয়ে কথা বলতে পারবো। তিনি বলেন, অনেকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দাবী দাওয়া নিয়ে লবি করে আসছে কিন্তু নিউইর্য়ক ষ্টেট ও সিটির একমাত্র লবি প্রতিষ্ঠান ‘বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ ইনক (বিএএজি)।
তিনি বলেন, ১৪ মার্চ মঙ্গলবার সকাল ৬:৪৫ মিনিটে প্রতিনিধিদের নিয়ে নিউইর্য়ক থেকে আলবেনীর উদ্দেশ্য দু’টো বাস জ্যাকসন হাইটস ও জ্যামাইকা থেকে ছেড়ে যাবে। এতে সকালের নাস্তা, দুপুরের খাবার পরিবেশন করা হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এনটিভি, টাইম টিভি, টিবিএন২৪, আইটিভি ও ইবাদাহ মিডিয়া। অনুষ্ঠান তত্বাবধানে থাকবে জুয়েল এম ভূইয়াঁ, সাইয়্যেদ কবির, শাহানা মাসুম, এডভোকেট রুবাইয়া রহমান, মেহের নিগার, দিলরুবা চৌধুরী, সাবুল উদ্দিন, সেলিনা আক্তার, আদিল মোহাম্মদ, ইঞ্জিনিয়ার মো: রহিম, সাইয়্যেদ ফখরুল ইসলাম, আব্দুস সাত্তার, ড. জাহাঙ্গীর কবির, বারী খান। উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. এম বিল্লাহ, ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম, আফতাব মান্নান, মাহতাবউদ্দিন আহমেদ, ফামার্সিষ্ট লুৎফল চৌধুরী, সিপিএ আরমান চৌধুরীসহ আরো অনেকে। অনুষ্ঠানকে সফল করতে তিনি কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহবান জানান।