বিজ্ঞাপন :
আমেরিকান প্রাপ্ত বয়স্কদের ধুম পানের হারের রেকর্ড সর্বনিম্ন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪
- / ৮৫৯ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকান প্রাপ্ত বয়স্কদের ধুম পানের হার এযাবৎ কালের রেকর্ড সংখ্যক সর্বনিম্ন পর্যায়ে পৌছেছে। টাইম টিভি’র খবরে বলা হয়েছে, গত বছরের বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে নতুন এই কম ধুমপায়ীর রেকর্ডের কথা জানিয়েছে দ্যা সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন। তাদের হিসাব অনুযায়ী গত বছর থেকে প্রাপ্ত বয়স্ক আমেরিকানদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশে। ২০০৫ সালের হিসাব অনুযায়ী যার পরিমাণ ছিল ২০ দশমিক ৯ শতাংশ এবং ১৯৬৫ সালে যা ছিল ৪২ দশমিক ৪ ভাগ। ফেডারেল হেলথ এজেন্সি জানিয়েছে, সিগারেটের শুল্ক ও দাম বাড়ানো, ধুমপানমুক্ত নীতিমালা এবং ধুমপান বিরোধী প্রচারণার কারণেই ধুমপায়ীদের সংখ্যা এই রেকর্ড পরিমাণ কমানো সম্ভব হয়েছে।
Tag :
USA