নিউইয়র্ক ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আবারো স্পেশালাইজড হাইস্কুলগুলোকে সাফল্য : কমিউনিটির ঘরে ঘরে খুশীর বন্যা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • / ৫৬৩ বার পঠিত

হককথা ডেস্ক: নিউইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে। বরাবরের মতো এবারো বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীরা ভালো করেছে। ফলে বাংলাদেশী কমিউনিটির ঘরে ঘরে খুশীর বন্যা বয়ে চলেছে। তাদের সাথে খুশি টিউটোরিয়ার প্রতিষ্ঠানগুলোও। উল্লেখ্য, গত ১৮ মার্চ সোমবার এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
খানস টিউটোরিয়াল: অতীতের মতো এবারও খানস টিউটোরিয়ালের ৩৩৮ জন শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে। খানস টিউটোরিয়ালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের স্পেশালাইজড হাই স্কুল হিসেবে পরিচিত স্টাইভেস্যান্ট হাই স্কুল, ব্রঙ্কস সায়েন্স ও ব্রুকলীন টেকে বছরে ৩ হাজার ছাত্র-ছাত্রীর ভর্তির সুয়োগ দেয়া হয়। এর জন্য প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। চলতি বছর মেয়র বিল ডি ব্লাজিও’র ‘ডিসকভারী প্রোগ্রাম’ এবং অন্যান্য নানা কারণে এই পরীক্ষা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এবার খানস টিউটোরিয়াল-এর শিক্ষার্থীদের মধ্যে ৭৬ জন স্টাইভেস্যান্টে, ৮৩ জন ব্রঙ্কস সায়েন্সে, ১২৭জন ব্রুকলীন টেকে, ৩১ জন ব্রুকলীন ল্যাটিনে, ৬ জন এইচএসএমএসই-তে, ২ জন লেহম্যানে, ১১ জন ইয়র্কে এবং লাগোর্ডিয়ায় ২ জন নিয়ে মোট ৩৩৮ জন স্পেশালাইজড হাইস্কুলগুলোতে ভর্তির জন্য মনোনীত হয়েছে। এদের মধ্যে ৩৪ জন কৃষ্ণাঙ্গ ও হিসপানিক শিক্ষার্থীও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, সানি সাইড, ওজনপার্ক এবং ফ্লোরাল পার্ক এলাকায় খানস টিউটিরোয়ালের ১১টি শাখা রয়েছে।
বরাবারের মতো খানস টিউটোরিয়ালের সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন নাঈমা খান এবং সিইও ও প্রেসিডেন্ট ডা. ইভান খান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ডা. ইভান খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে গত বছর থেকে স্কলারশীপ প্রোগ্রাম চালু করা হয়েছে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী মাসে খানস টিউটোরিয়াল-এর বার্ষিক অ্যাওয়ার্ড সেরিমনি’র আয়োজন করা হবে।
মামুন’স টিউটোরিয়াল: এদিকে সিটির স্পেশালাইজড হাইস্কুলগুলো এবারের ভর্তি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরাও বিপুল সাফল্যের পরিচয় দিয়েছে। স্টাইভেস্যান্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলীন টেক সহ অন্যান্য স্কুলে এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ভর্তিও জন্য মনোনীত হয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে সাদমান শাহরিয়ার ৫৮৭ স্কোর অর্জনের কৃতিত্ব প্রদর্শন করে স্টাইভেস্যান্টে ভর্তিও সুযোগ পেয়েছে বলে মামুন’র টিউটোরিয়ালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামুন’স টিউটোরিয়াল দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে তাদের ছাত্র-ছাত্রীদের স্পেশালাইজড স্কুলে ভর্তির উপযোগী করে গড়ে তুলে অব্যাহতভাবে প্রশংসিত হয়ে আসছে। এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ আল মামুন তার সংশিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মামুস টিউটোরিয়াল-এর ব্রঙ্কস ও জ্যাকসন হাইটসে দুটি শাখা রয়েছে।
ববি-তারিক টিউটোরিয়াল: অপরদিকে ববি-তারিক টিউটোরিয়ালের বেশির ভাগ শিক্ষার্থীই সিটির সেরা স্পেশালাইজড হাইস্কুল স্টাইভেসেন্টে ভর্তির সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটির দাবী স্টাইভেসেন্ট সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘ববি-তারিক টিউটোরিয়াল’ই সেরা। এ নিয়ে টানা ৪ বারই সর্বোচ্চ স্কোর পেয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া সিটির অন্যান্য স্পেশালাইজড হাইস্কুলগুলোতেও ববি-তারিকের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ভর্তির সুযোগ পেয়েছে।
এছাড়াও হাইস্কুল শেষে কলাম্বিয়া ও হার্ভাড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্রের সেরা ইউনিভার্সিটিগুলোতে ফুল স্কলারশীপ নিয়ে ভর্তির রেকর্ডও গড়েছে এ টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। এবারের সব চেয়ে বড় সাফল্য দ্বিতীয় বার পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ৬৫৪ স্কোর পেয়ে স্টাইভেসেন্ট হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশী শিক্ষার্থী আজমাইন মাশরুর। এটি সাফল্যের রেকর্ড। শুধু তাই নয়, দ্বিতীয়বার ৯০ গ্রেড থেকে এসএইচএসএটি পরীক্ষায় অংশ নিয়ে ববি-তারিক টিউটোরিয়ালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ বছর স্টাইভেসেন্ট হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। সোমবার ফল প্রকাশের প্রথম দিনেই ফলাফল উৎসবে মেতে উঠে ববি-তারিক টিউটোরিয়ালের শিক্ষার্থীরা।
সন্তানদের সফলতার জন্য ববি-তারিক টিউটোরিয়াল কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অভিভাবকরা বলেন, ববি-তারিক টিউটোরিয়ালের সঠিক দিক নির্দেশনাতেই আমাদের সন্তানদের এমন সফলতা।
ববি তারিক টিউটোরিয়ালের প্রেসিডেন্ট তারিক হোসেইন তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য মহা আল্লাহ তায়লার নিকট শোকরিয়া জানিয়ে বলেছেন, ২০১০ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা ফলাফলে এগিয়ে আছি। নতুন নতুন কারিকুলাম মেনেই আমরা ক্লাশ নিয়ে থাকি। এই বছর আমরা ৪টি গাইড বুক প্রকাশ করেছি। আরো ৪টি বই প্রকাশের কাজ চলছে। রকর্ড বলছে ৯ গ্রেড থেকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে স্টাইভেসেন্ট হাইস্কুলে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংখ্যায় আমরাই এগিয়ে।
ববি তারিক টিউটোরিয়ালের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও ববি বলেন, এই সফলতা আমাদের একার নয়। এই সফলতা বাংলাদেশী কমিউনিটির সকলের সফলতা। অনেকে ফুল স্কলারশীপ নিয়ে কলম্বিয়া ও হাভার্ডসহ সেরা ইউনির্ভার্সিটি গুলোতে ভাল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে। আমাদের নিয়মিত ক্লাশের পাশাপাশি থাকে ফলো আপ ক্লাশ। পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য থাকে স্পেশাল ক্লাশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির সন্তানদের মেধা বিকাশে কাজ করছে ববি তারিক টিউটোরিয়াল।(বাংলা পত্রিকা)

খানস টিউটোরিয়াল

মামুন’স টিউটোরিয়াল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

আবারো স্পেশালাইজড হাইস্কুলগুলোকে সাফল্য : কমিউনিটির ঘরে ঘরে খুশীর বন্যা

প্রকাশের সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯

হককথা ডেস্ক: নিউইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে। বরাবরের মতো এবারো বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীরা ভালো করেছে। ফলে বাংলাদেশী কমিউনিটির ঘরে ঘরে খুশীর বন্যা বয়ে চলেছে। তাদের সাথে খুশি টিউটোরিয়ার প্রতিষ্ঠানগুলোও। উল্লেখ্য, গত ১৮ মার্চ সোমবার এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
খানস টিউটোরিয়াল: অতীতের মতো এবারও খানস টিউটোরিয়ালের ৩৩৮ জন শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে। খানস টিউটোরিয়ালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের স্পেশালাইজড হাই স্কুল হিসেবে পরিচিত স্টাইভেস্যান্ট হাই স্কুল, ব্রঙ্কস সায়েন্স ও ব্রুকলীন টেকে বছরে ৩ হাজার ছাত্র-ছাত্রীর ভর্তির সুয়োগ দেয়া হয়। এর জন্য প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। চলতি বছর মেয়র বিল ডি ব্লাজিও’র ‘ডিসকভারী প্রোগ্রাম’ এবং অন্যান্য নানা কারণে এই পরীক্ষা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এবার খানস টিউটোরিয়াল-এর শিক্ষার্থীদের মধ্যে ৭৬ জন স্টাইভেস্যান্টে, ৮৩ জন ব্রঙ্কস সায়েন্সে, ১২৭জন ব্রুকলীন টেকে, ৩১ জন ব্রুকলীন ল্যাটিনে, ৬ জন এইচএসএমএসই-তে, ২ জন লেহম্যানে, ১১ জন ইয়র্কে এবং লাগোর্ডিয়ায় ২ জন নিয়ে মোট ৩৩৮ জন স্পেশালাইজড হাইস্কুলগুলোতে ভর্তির জন্য মনোনীত হয়েছে। এদের মধ্যে ৩৪ জন কৃষ্ণাঙ্গ ও হিসপানিক শিক্ষার্থীও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, সানি সাইড, ওজনপার্ক এবং ফ্লোরাল পার্ক এলাকায় খানস টিউটিরোয়ালের ১১টি শাখা রয়েছে।
বরাবারের মতো খানস টিউটোরিয়ালের সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন নাঈমা খান এবং সিইও ও প্রেসিডেন্ট ডা. ইভান খান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ডা. ইভান খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে গত বছর থেকে স্কলারশীপ প্রোগ্রাম চালু করা হয়েছে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী মাসে খানস টিউটোরিয়াল-এর বার্ষিক অ্যাওয়ার্ড সেরিমনি’র আয়োজন করা হবে।
মামুন’স টিউটোরিয়াল: এদিকে সিটির স্পেশালাইজড হাইস্কুলগুলো এবারের ভর্তি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরাও বিপুল সাফল্যের পরিচয় দিয়েছে। স্টাইভেস্যান্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলীন টেক সহ অন্যান্য স্কুলে এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ভর্তিও জন্য মনোনীত হয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে সাদমান শাহরিয়ার ৫৮৭ স্কোর অর্জনের কৃতিত্ব প্রদর্শন করে স্টাইভেস্যান্টে ভর্তিও সুযোগ পেয়েছে বলে মামুন’র টিউটোরিয়ালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামুন’স টিউটোরিয়াল দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে তাদের ছাত্র-ছাত্রীদের স্পেশালাইজড স্কুলে ভর্তির উপযোগী করে গড়ে তুলে অব্যাহতভাবে প্রশংসিত হয়ে আসছে। এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ আল মামুন তার সংশিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মামুস টিউটোরিয়াল-এর ব্রঙ্কস ও জ্যাকসন হাইটসে দুটি শাখা রয়েছে।
ববি-তারিক টিউটোরিয়াল: অপরদিকে ববি-তারিক টিউটোরিয়ালের বেশির ভাগ শিক্ষার্থীই সিটির সেরা স্পেশালাইজড হাইস্কুল স্টাইভেসেন্টে ভর্তির সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটির দাবী স্টাইভেসেন্ট সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘ববি-তারিক টিউটোরিয়াল’ই সেরা। এ নিয়ে টানা ৪ বারই সর্বোচ্চ স্কোর পেয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া সিটির অন্যান্য স্পেশালাইজড হাইস্কুলগুলোতেও ববি-তারিকের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ভর্তির সুযোগ পেয়েছে।
এছাড়াও হাইস্কুল শেষে কলাম্বিয়া ও হার্ভাড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্রের সেরা ইউনিভার্সিটিগুলোতে ফুল স্কলারশীপ নিয়ে ভর্তির রেকর্ডও গড়েছে এ টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। এবারের সব চেয়ে বড় সাফল্য দ্বিতীয় বার পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ৬৫৪ স্কোর পেয়ে স্টাইভেসেন্ট হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশী শিক্ষার্থী আজমাইন মাশরুর। এটি সাফল্যের রেকর্ড। শুধু তাই নয়, দ্বিতীয়বার ৯০ গ্রেড থেকে এসএইচএসএটি পরীক্ষায় অংশ নিয়ে ববি-তারিক টিউটোরিয়ালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ বছর স্টাইভেসেন্ট হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। সোমবার ফল প্রকাশের প্রথম দিনেই ফলাফল উৎসবে মেতে উঠে ববি-তারিক টিউটোরিয়ালের শিক্ষার্থীরা।
সন্তানদের সফলতার জন্য ববি-তারিক টিউটোরিয়াল কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অভিভাবকরা বলেন, ববি-তারিক টিউটোরিয়ালের সঠিক দিক নির্দেশনাতেই আমাদের সন্তানদের এমন সফলতা।
ববি তারিক টিউটোরিয়ালের প্রেসিডেন্ট তারিক হোসেইন তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য মহা আল্লাহ তায়লার নিকট শোকরিয়া জানিয়ে বলেছেন, ২০১০ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা ফলাফলে এগিয়ে আছি। নতুন নতুন কারিকুলাম মেনেই আমরা ক্লাশ নিয়ে থাকি। এই বছর আমরা ৪টি গাইড বুক প্রকাশ করেছি। আরো ৪টি বই প্রকাশের কাজ চলছে। রকর্ড বলছে ৯ গ্রেড থেকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে স্টাইভেসেন্ট হাইস্কুলে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংখ্যায় আমরাই এগিয়ে।
ববি তারিক টিউটোরিয়ালের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও ববি বলেন, এই সফলতা আমাদের একার নয়। এই সফলতা বাংলাদেশী কমিউনিটির সকলের সফলতা। অনেকে ফুল স্কলারশীপ নিয়ে কলম্বিয়া ও হাভার্ডসহ সেরা ইউনির্ভার্সিটি গুলোতে ভাল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে। আমাদের নিয়মিত ক্লাশের পাশাপাশি থাকে ফলো আপ ক্লাশ। পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য থাকে স্পেশাল ক্লাশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির সন্তানদের মেধা বিকাশে কাজ করছে ববি তারিক টিউটোরিয়াল।(বাংলা পত্রিকা)

খানস টিউটোরিয়াল

মামুন’স টিউটোরিয়াল