নিউইয়র্ক ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আগামী দিনের টার্গেট কলাম্বিয়া-হার্ডভার্ডসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / ৭২৪ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির স্পেশিয়ালাইজড হাই স্কুলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়াল-এর আরো একটি শাখার উদ্বোধন হলো জ্যামাইকায়। এনিয়ে জ্যামাইকায় প্রতিষ্ঠানটির তৃতীয় শাখা সহ মোট শাখার সংখ্যা দাঁড়ালো ১১টি। শাখাটির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ড. ইভান খান জানান, সিটির স্পেশালাইজড স্কুলের পাশাপাশি খানস টিউটোরিয়ালের আগামী দিনের টার্গেট হচ্ছে কলাম্বিয়া, নিউইয়র্ক ইউনির্ভার্সিটি আর হার্ডভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই লক্ষ্য নিয়েই খান টিউটোরিয়াল এগিয়ে চলছে এবং শিক্ষার্থীদের টিউটোরিং-এর পরিকল্পনা করছে। তিনি বলেন, ইতিমধ্যেই খান টিউটোরিয়ালের দুই কৃতি শিক্ষার্থী কমাম্বিয়া ও হার্ডভার্ড ইউনিভার্সিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এটা গর্বের বিষয়।
খানস টিউটোরিয়াল-এর জ্যামাইকার তৃতীয় শাখার উদ্বোধন উপলক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে স্থানীয় ওয়েক্সফোর্ড ট্যারেক্স-এর নতুন ভাড়া ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নর এন্ড্রু কুমোর অফিসের কুইন্স রিজিউনাল রিপ্রেজেন্টেটিভ হর্স পারেক। অনুষ্ঠারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড. ইভান খান। খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান ও হাইস্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রামের পরিচালক মিসেস তাসনিম ইমাম খান। এরপর অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএএসএসএনওয়াইসি’র প্রতিষ্ঠাতা রায়ান বাক্সটার, কোয়ালিশন এডুকেশনের স্টানলে এনজি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ বিভাগ থেকে মাস্টার্সধারী মিসেস তাসনিম ইমাম খান জানান, চলতি বছর খান টিউটোরিয়ালের দুই শিক্ষার্থী কলাম্বিয়া ও হার্ডভার্ড ইউনিভার্সিটিতে ফুল স্কলারশীপ নিয়ে আগাম ভর্তির যোগ্যতা লাভ করেছে। এদের একজন কামরুল হোসাইন কলাম্বিয়ায় আর অপরজন রিচার্ড লিন হার্ডভার্ডে ভর্তির অফার পেয়েছে। যা খানস টিউটোরয়ালের জন্য গৌরব আর গর্বের বিষয়। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের কলাম্বিয়া, নিউইয়র্ক ইউনির্ভার্সিটি, হার্ডভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্য করে তুলতে চাই। এজন্য নতুন নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে কনসাল জেনালের শামীম আহসান বলেন, শিক্ষা বিস্তারে প্রবাসে খানস টিউটোরিয়াল একটি অনন্য প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিষ্ঠান মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি খান টিউটোরিয়ালের সুপরিসর জ্যামাইকা শাখাসহ এর কর্মকান্ডের প্রশংসা করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেনীকক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড. ইভান খান তার বক্তব্যে খানস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা তার পিতা ড. মনসুর খানকে স্মরণ করে বলেন, তার পিতার আদর্শেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটির সাফল্য বাড়ছে। খানস টিউটোয়িালের সাফল্যোর ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিত কামনা করে বলেন, জ্যামাইকায় নতুন প্রতিষ্ঠিত দ্বিতল ভবনের ৩০০০ স্কয়ার ফিট পরিসরে খানস টিউটোরিয়ালের নতুন শাখাটি এসএইচএসএটি প্রোগ্রামের জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়েছে। জ্যামাইকার নতুন শাখা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিসহ গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, যেসকল শিক্ষার্থী সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হতে চায় এবং যারা এসএটি ও তাদের নিজ নিজ স্কুলে রিজেন্টস স্কোরে সেরা রেজাল্ট অর্জন করে হাইস্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রামে সফল হয়ে সেরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাদের জন্য খানস বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। ইভান খান বলেন, আগামী ২৯ এপ্রিল খানস টিউটোরিয়ালের সফল শিক্ষার্থীদের নিয়ে কুইন্স কলেজের কোল্ডেন সেন্টারে অ্যাওয়ার্ড সেরিমনি করা হবে।
মিসেস তাসনিম ইমাম খান বলেন, খানস টিউটোরিয়াল তার শিক্ষার্থীদের শুধুমাত্র তাদের রিজেন্ট বা এসএটি প্রোগ্রাম নয়, প্রতিযোগিতামূলক সেরা কলেজে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তোলার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বিষয়টি সহজ নয়, তারপরও আমরা এগিয়ে যাবো বলে আশাবাদী।
KT_Jamaica Crestঅনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেট গভর্ণর এন্ড্রু কুমোর পক্ষ থেকে খান টিউটোরিয়ালকে একটি ক্রেস্ট প্রদান করেন গভর্ণর অফিসের প্রতিনিধি হর্স পারেক। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন নাঈমা খান ও সিইও ড. ইভান খান ক্রেস্টটি গ্রহণ করেন। অনুষ্ঠানে খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এপর্যন্ত ২,২১৭জনেরও বেশী শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোন টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশী। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন কমিউনিটির পরিচিত মুখ নাঈমা খান। জ্যাকসন হ্টাইটস সহ সিটির ১১টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে এস্টোরিয়া, ব্রুকলীন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (৩টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহীল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আগামী দিনের টার্গেট কলাম্বিয়া-হার্ডভার্ডসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির স্পেশিয়ালাইজড হাই স্কুলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়াল-এর আরো একটি শাখার উদ্বোধন হলো জ্যামাইকায়। এনিয়ে জ্যামাইকায় প্রতিষ্ঠানটির তৃতীয় শাখা সহ মোট শাখার সংখ্যা দাঁড়ালো ১১টি। শাখাটির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ড. ইভান খান জানান, সিটির স্পেশালাইজড স্কুলের পাশাপাশি খানস টিউটোরিয়ালের আগামী দিনের টার্গেট হচ্ছে কলাম্বিয়া, নিউইয়র্ক ইউনির্ভার্সিটি আর হার্ডভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই লক্ষ্য নিয়েই খান টিউটোরিয়াল এগিয়ে চলছে এবং শিক্ষার্থীদের টিউটোরিং-এর পরিকল্পনা করছে। তিনি বলেন, ইতিমধ্যেই খান টিউটোরিয়ালের দুই কৃতি শিক্ষার্থী কমাম্বিয়া ও হার্ডভার্ড ইউনিভার্সিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এটা গর্বের বিষয়।
খানস টিউটোরিয়াল-এর জ্যামাইকার তৃতীয় শাখার উদ্বোধন উপলক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে স্থানীয় ওয়েক্সফোর্ড ট্যারেক্স-এর নতুন ভাড়া ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নর এন্ড্রু কুমোর অফিসের কুইন্স রিজিউনাল রিপ্রেজেন্টেটিভ হর্স পারেক। অনুষ্ঠারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড. ইভান খান। খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান ও হাইস্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রামের পরিচালক মিসেস তাসনিম ইমাম খান। এরপর অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএএসএসএনওয়াইসি’র প্রতিষ্ঠাতা রায়ান বাক্সটার, কোয়ালিশন এডুকেশনের স্টানলে এনজি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ বিভাগ থেকে মাস্টার্সধারী মিসেস তাসনিম ইমাম খান জানান, চলতি বছর খান টিউটোরিয়ালের দুই শিক্ষার্থী কলাম্বিয়া ও হার্ডভার্ড ইউনিভার্সিটিতে ফুল স্কলারশীপ নিয়ে আগাম ভর্তির যোগ্যতা লাভ করেছে। এদের একজন কামরুল হোসাইন কলাম্বিয়ায় আর অপরজন রিচার্ড লিন হার্ডভার্ডে ভর্তির অফার পেয়েছে। যা খানস টিউটোরয়ালের জন্য গৌরব আর গর্বের বিষয়। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের কলাম্বিয়া, নিউইয়র্ক ইউনির্ভার্সিটি, হার্ডভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্য করে তুলতে চাই। এজন্য নতুন নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে কনসাল জেনালের শামীম আহসান বলেন, শিক্ষা বিস্তারে প্রবাসে খানস টিউটোরিয়াল একটি অনন্য প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিষ্ঠান মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি খান টিউটোরিয়ালের সুপরিসর জ্যামাইকা শাখাসহ এর কর্মকান্ডের প্রশংসা করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেনীকক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড. ইভান খান তার বক্তব্যে খানস টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা তার পিতা ড. মনসুর খানকে স্মরণ করে বলেন, তার পিতার আদর্শেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটির সাফল্য বাড়ছে। খানস টিউটোয়িালের সাফল্যোর ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিত কামনা করে বলেন, জ্যামাইকায় নতুন প্রতিষ্ঠিত দ্বিতল ভবনের ৩০০০ স্কয়ার ফিট পরিসরে খানস টিউটোরিয়ালের নতুন শাখাটি এসএইচএসএটি প্রোগ্রামের জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়েছে। জ্যামাইকার নতুন শাখা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিসহ গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, যেসকল শিক্ষার্থী সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হতে চায় এবং যারা এসএটি ও তাদের নিজ নিজ স্কুলে রিজেন্টস স্কোরে সেরা রেজাল্ট অর্জন করে হাইস্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রামে সফল হয়ে সেরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাদের জন্য খানস বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। ইভান খান বলেন, আগামী ২৯ এপ্রিল খানস টিউটোরিয়ালের সফল শিক্ষার্থীদের নিয়ে কুইন্স কলেজের কোল্ডেন সেন্টারে অ্যাওয়ার্ড সেরিমনি করা হবে।
মিসেস তাসনিম ইমাম খান বলেন, খানস টিউটোরিয়াল তার শিক্ষার্থীদের শুধুমাত্র তাদের রিজেন্ট বা এসএটি প্রোগ্রাম নয়, প্রতিযোগিতামূলক সেরা কলেজে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তোলার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বিষয়টি সহজ নয়, তারপরও আমরা এগিয়ে যাবো বলে আশাবাদী।
KT_Jamaica Crestঅনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেট গভর্ণর এন্ড্রু কুমোর পক্ষ থেকে খান টিউটোরিয়ালকে একটি ক্রেস্ট প্রদান করেন গভর্ণর অফিসের প্রতিনিধি হর্স পারেক। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন নাঈমা খান ও সিইও ড. ইভান খান ক্রেস্টটি গ্রহণ করেন। অনুষ্ঠানে খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এপর্যন্ত ২,২১৭জনেরও বেশী শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোন টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশী। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন কমিউনিটির পরিচিত মুখ নাঈমা খান। জ্যাকসন হ্টাইটস সহ সিটির ১১টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে এস্টোরিয়া, ব্রুকলীন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (৩টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহীল।