আইবিটিভি’র আনুষ্ঠানিক সম্প্রচার শুরু
- প্রকাশের সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ৩৫ বার পঠিত
হককথা রিপোর্ট: ‘যা কিছু চাই সবই একই পর্দায়’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশী মালিকানাধীন ইন্টারন্যাশনাল বাংলা টিভি (আইবিটিভি)। বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস ষোলই ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত এই আইপি টভি’র অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক প্রধান অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
নিউইয়র্ক সিটির লাগোর্ডিয়া ম্যাারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম পর্দা উঠিয়ে আইবিটিভি’র লগো উন্মোচন করেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইবিটিভি’র চেয়ারম্যান মিলা হোসেন, আইবিটিভি’র এমডি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, কুইন্স কাউন্টির নির্বাচিত জজ (ইলেক্ট) এটর্নী সোমা সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীন সহ অন্যান্য শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়, জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী, তাজুল ইমাম ও জোহরা আলীম। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আইবিটিভি’র হেড অব নিউজ নূপুর চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব দেবাশীষ বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম এবং বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকী। ছবি: নিহার সিদ্দিকী