‘অমর একুশে’র বিশেষ সিলমোহর-এর শেষ দিনে পোস্ট অফিসে ভীড়

- প্রকাশের সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
- / ১২১১ বার পঠিত
নিউইয়র্ক: ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক ‘অমর একুশে’র বিশেষ সিলমোহর (Pictorial Cancellation) ব্যবহারের শেষ দিন ছিলো গত ২৮ ফেব্রুয়ারী ছিল। এ উপলক্ষে অনেক বাঙালীই বিকেল ৫টা পর্যন্ত লাইন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চালুকৃত সিলমোহরটি নিতে দেখা যায়। লস এঞ্জেলেস, টেক্সাস, ফ্লোরিডা, ওযাশিংটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং বাংলাদেশসহ বিভিন্ন স্থান থেকে বন্ধু-বান্ধবদের অনুরোধে অনেককে এই সীলমোহর সম্বলিত পোস্ট কার্ড ও চিঠি পাঠাতে দেখা যায়।
জ্যাকসন হাইটস পোস্ট অফিসে কর্মরত স্যুজানা স্মিথ বলেন, গত ৬দিনের তুলনায় আজ অনেক বেশি সংখ্যক মানুষ এই বিশেষ সিলমোহরটি ব্যবহার করেন। মুক্তধারা ফাউন্ডেশন শেষ দিন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদসহ বাংলাদেশের ১০০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়েছে। এ উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন ২০১৭ সালে তাদের কর্মসূচী সম্বলিত আমন্ত্রণপত্রও খাম প্রকাশ করে। সেই খামে করে পুরো বছরের অনুষ্ঠানসূচীসহ সকলকে এই বিশেষ সিলমোহর সম্বলিত আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ নিউইয়র্কের জ্যাকসন হাটসের পোস্ট অফিসে গত একুশে ফেব্রুয়ারী দুপুর ১২টায় স্মারক সিলমোহরটি চালু করে। ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস (USPS)এ উপলক্ষ্যে ‘Celebrating 26 Years of Ekushey February’ DBBL International Mother Language Day একুশে ফেব্রুয়ারী-২০১৭ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ব্যবহার করে।
মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ এই বিশেষ সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ট্রাই স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক (নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাট) কর্তৃক আয়োজিত পোস্টাল স্মারক উদ্বোধন করেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান। স্মারক সিলমোহরটির ডিজাইন করেন নিউইয়র্ক প্রবাসী শিল্পী কে সি মং।