অবশেষে নিউইয়র্কে দেখা মিললো আলোচিত আ.লীগ শামীম ওসমানের

- প্রকাশের সময় : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৭৬ বার পঠিত
হককথা রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের পতনের প্রায় ৮ মাস পর অবশেষে বহুল আলোচিত নারায়নগঞ্জের আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি শামীম ওসমানের দেখা মিললো নিউইয়র্কে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৯ টার দিকে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে অবস্থিত ঘরোয়া রেস্টুরেন্টে তাকে দেখা যায়।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ আল আমীন রাসেল বৃহস্পতিবার তার নিজ ফেসবুক আইডিতে ঘরোয়া রেস্টুরেন্টে বসে শামীম ওসমানের আড্ডারত ছবি পোস্ট করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলীয় মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে শীর্ষস্থানীয় ও আলোচিত এমপি-মন্ত্রীরা আত্মগোপনেই রয়েছেন। আলোচিত শামীম ওসমানও তাদের একজন। জ্যামাইকার ঘরোয়া রেস্টুরেন্টের চায়ে আড্ডায় শামীম ওসমানের সাথে আরো তিন ব্যক্তি আড্ডায় ছিলেন। তবে শামীম ওসমান সেখানে বেশিক্ষণ ছিলেন না বলে জানা যায়। তার এক ঘনিষ্টজন জানান, ঈদের পরদিন শামীম ওসমান দুবাই থেকে নিউইয়র্কে আসেন। কয়েকদিন নিউইয়র্কে অবস্থানের পর আবার দুবাইতে ফিরে যাবেন।
এদিকে ফেসবুকে শামীম ওসমানের আড্ডারত ছবি পোস্ট প্রকাশিত হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ তাদের প্রতিক্রিয়ায় ‘শামীম ওসমান’-কে লক্ষ্য করে ‘লুটেরা, নির্লজ্জ, টাকা পাচারকারী, চাপাবাজ, বিশ্ব বাটপার’ প্রভৃতি বিশেষ শব্দ প্রয়োগের পাশাপাশি আজেবাজেও মন্তব্য করেছেন।