১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস : নিউইয়র্কের কর্মসূচী
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
- / ৪১৩৪ বার পঠিত
নিউইয়র্ক: ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস সশস্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালী জাতি পাক হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশ। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরের মার্চ মাসে শুরু হওয়া মুক্তিযুদ্ধ শেষ হয় এই ডিসেম্বর মাসে। তাইতো ডিসেম্বর বিজয়ের মাস। লাখো শহীদের আতœত্যাগ আর শত-সহস্র মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৪তম বার্ষিকী ১৬ ডিসেম্বর। দিনটি স্মরণে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্র আ.লীগ: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জ্যুইস সেন্টারে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে। যুক্তরাষ্ট্রস্থ নিউইয়র্ক ষ্টেট/সিটি আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সংগঠনের সমন্বয়ে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র বিএনপি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ-সহযোগী সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। আর প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থ সম্পাদক আব্দুস সালাম।
যুক্তরাষ্ট্র যুবলীগ: যুক্তরাষ্ট্র যুবলীগ ও তার শাখা সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দর উপস্থিতিতে নিউইর্কের জ্যাকসন হাইটসে গত ৬ ডিসেম্বর এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিজয় মাসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম যুক্তরাষ্ট্র যুবলীগের সকল শাখা সংগঠনকে স্ব-স্ব ব্যানারে বিজয় উল্লাস কর্মসূচী পালনের আহ্বান জানান। সভায় আগামী ১২ ডিসেম্বর ম্যানহাটন বরো যুবলীগ, ১৩ ডিসেম্বর ব্রঙ্কস বরো যুবলীগ, ১৪ ডিসেম্বর ব্রুকলীন বরো যুবলীগ, ১৫ ডিসেম্বর কুইন্স যুবলীগ, ২০ ডিসেম্বর নিউইয়র্ক স্টেট এবং মেট্টো ওয়াশিংটন যুবলীগের এবং ২৭ ডিসেম্বর মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানগুলোকে সাফল্যমন্ডীত করার জন্য সকল যুক্তরাষ্ট্র যুবলীগ ও শাখা যুবলীগের সকল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বিজয় উল্লাস অনুষ্ঠান ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫টায় জ্যামাইকার হিলসাইডস্থ এক্সিট রিয়েলটি মিলনায়তনে।
ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন: মহান বিজয় দিবস পালন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন (বিবিএ) আয়োজিত অনুষ্ঠান ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে।
জ্যামাইকা কমিউনিটি ক্লাব ও সিলেট মহানগর উন্নয়ন পরিষদ: মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে জ্যামাইকা কমিউনিটি ক্লাব ও সিলেট মহানগর উন্নয়ন পরিষদ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান হবে ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ তাজমহল রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে।
ব্রঙ্কস: সম্মিলিত ব্রঙ্কসবাসীদের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠান হবে ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫টায় স্থানীয় গোল্ডেন প্যালেসে। এ উপলক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক মো: শামীম মিয়া, প্রধান সমন্বয়কারী আব্দুল হাসিম হাসনু এবং সদস্য সচিব শাহেদ আহমেদ।
রাজবাড়ী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন: রাজবাড়ী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ২৬ ডিসেম্বর আলোচনা সভার আয়োজন করেছে ২৬ ডিসেম্বর শনিবার। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা পার্টি সেন্টারে বিকেল ৫টায় এই সভা অনুষ্ঠিত হবে। বিজয় দিবস পালনের পাশাপাশি এদিন সংগঠনের সাধারণ সভা ও নতুন কার্যকরী পরিষদ গঠন করা হবে।
নিউইয়র্ক স্টেট যুবলীগ: জ্যাকসন হাইটস্থ পালকি সেন্টারে নিউইয়র্ক স্টেট যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৮ ডিসেম্বর ‘বিজয় দিবস’ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল হোসেরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিক্রমে সংগঠনের সহ-সভাপতি রিন্টু লাল দাসকে আহ্বায়ক, যুগ্ম সম্পাদক রহিমুজ্জামান সুমনকে সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীকে সমন্বয়কারী করে আগামী ২০ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম। অনুষ্ঠানটি স্বার্থক ও সাফল্যমন্ডীত করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগ, নিউইর্ক স্টেট যুবলীগ, নিউইয়র্ক সিটি যুবলীগ ও অন্যান্য বরো যুবলীগের সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন: মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ২০ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭টায় জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ কাঠাল বাগান রেষ্টুরেন্টে। অনুষ্ঠানে সকল প্রবাসীর উপস্থি কামনা করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আলী হোসেন।