১০০ পাউন্ড কেকে কেটে নিউইয়র্কে খালেদা জিয়ার জন্মদিন পালন

- প্রকাশের সময় : ১০:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
- / ১২০৪ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে নিউইয়র্কে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট শনিবার রাতে ব্রুকলীন যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে ১০০ পাউন্ডের কেক কাটা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থ্যতা কামনা এবং গ্রেফতারকৃত বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করা হয়।
সিটির ব্রুকলীনস্থ গ্রীন হাউজ রেষ্টুরেন্টে যুবদলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আবুল হাসেম শাহাদৎ, ঢাকা সিটি যুবদলের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ মিলন, যুবদল নেতা মার্শাল মুরাদ ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলাম।
ব্রুকলীন যুবদলের আহ্বায়ক ইকবাল হায়দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সাল, এস এম ফেরদৌস, যুক্তরাষ্ট্র জাগপা সভাপতি রহমত উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা জন্মদিন উপলক্ষে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও হামলা-মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার দেশে একদলীয় সরকার কায়েম করে বিএনপিকে ধ্বংস করতে চায়। বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল বিএনপি জনগণের দল, কোন ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বক্তারা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় ব্রুকলীনে আওয়ামী লীগ সমর্থক কর্তৃক বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন অনুষ্ঠানের পোস্টার ছিড়ে ফেলার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপি-যুবদলের নেতৃবৃন্দের মধ্যে দেলোয়ার হোসেন মানিক, এবিএম বাদশা, আরশাদ খান, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূইয়া, নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি বিলাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, যুবদল নেতা নাজিম চৌধুরী রিংকু, আরশাদ খান, দেলোয়ার হোসেন মানিক, ব্রুকলীন যুবদল নেতা সাজেদুল ইসলাম অনিক, ভিপি আসগর হোসেন, আমিন রাসেল, দিলদার হোসেন, সাকিব, জিয়া আলম ও সদস্য সচিব পাশা মওলা সহ যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব এইচ এম সাজেদুল ইসলাম আরিফসহ মোহাম্মদ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফিরোজ আহমেদ, শিহাব উদ্দিন, দেলোয়ার এইচ মিয়া, শাকিত শাহাদত, রাসেল হায়দার শিপন, শাফায়াত মহসিন, আব্দুল হালিম, জিয়াউল আলম, আমিন রসুল, সজিব, শিহাব, জনি, মেহরাজ, রাবেল, হায়দার, আব্দুর রহমান, তাজুল ইসলাম, কামরুল হাসান সবুজ, শিবলু খান, আবুল হাসনাত শামীম, সজিব, আলী, আরিফুল ইসলাম, রিপন, রাসেল ও তারিফ।