নিউইয়র্ক ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হার্ভার্ডে ভর্তির জন্য মনোনীত বাংলাদেশী আবিবা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / ২৭৪ বার পঠিত

হককথা ডেস্ক: ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে ভর্তির সুযোগ পেয়েছে বাংলাদেশের আবিবা ইমাম দ্যুতি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তার শিক্ষাবর্ষ। মেধার ভিত্তিতে ৭২ হাজার ডলার মূল্যমান হার্ভার্ড ফ্যাকাল্টি স্কলারশিপও জয় করেছে আবিবা। ভবিষ্যতে অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখা আবিবা অর্থনীতিতে মেজর পড়বে হার্ভার্ডে।
বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার এএফএম আহকাম উল্লাহ এবং ড. বিলকিস রহমান দোলা’র বড় কন্যা আবিবা ছোটবেলা থেকেই মেধাবী। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকায় মেধার পরিচয় রেখেছেন। স্কলাসটিকা স্কুল টিমের সদস্য হয়ে সে ডেনমার্কও সফর করে। তিন বছর আগে আমেরিকায় অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস শুরু করে। রিচমন্ড হিল হাই স্কুলে ভর্তি হয়। খুব অল্প সময়ে আবিবা স্কুলটির সেরা শিক্ষার্থী ‘ভ্যালেডিক্টোরিয়ান’ খেতাব পায়। তিনি স্কুল সকার টিমের ক্যাপ্টেন ছিলেন। নাচ, গান, কবিতা সহ সাংস্কৃতি চর্চায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন আবিবা। যে কারনে খুব অল্প সময়ের মধ্যে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছে আবিবা। তাই তার হার্ভার্ডে ভর্তি হওয়ার খবরে আনন্দিত বাংলাদেশী কমিউনিটি। আনন্দ ছুঁয়ে গেছে আবিবার শিক্ষা প্রতিষ্ঠান রিচমন্ড হিল হাই স্কুলেও। সেখানে তাকে দেয়া হয়েছে সংবর্ধনা।
আবিবা ইমাম দ্যুতি মাত্র তিন বছর বয়সে ঢাকার একুশে টিভিতে আবৃত্তির মাধ্যমে তার পারফর্মেন্স শুরু করে। এরপর ঢাকা ও নিউইয়র্কে অনেক মঞ্চে আবৃত্তি করে। শৈশব থেকে বাবার আবৃত্তি শুনেই আবিবা আবৃত্তির প্রতি ভক্ত হয়ে উঠে। মা-বাব ছাড়াও তার এক ছোট বোন রয়েছে।
ড. বিলকিস রহমান দোলা জানান, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ‘এ্যাকসেপট্যান্স লেটার’-এর মাধ্যমে তার ভর্তির সুযোগের কথা জানতে পারে। অর্থাৎ আবিবা দ্যুতি হার্ভার্ডে ভর্তির জন্য মনোনীত হয়েছে। সে হার্ভার্ডে ভর্তির জন্য আর্লি এডমিশনে কেবরমাত্র এই বিশ্ববিদ্যালয়েই আবেদন করেছিলো।
উল্লেখ্য, টাইম টেলিভিশন-এর হেড অব এডমিন ড. বিলকিস রহমান দোলা’র কন্যা আবিবা ইমাম দ্যুতি’র এই সাফল্যে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারও আননন্দিত। আবিবা ইমাম দ্যুতি টাইম টেলিভিশন-এর কনসালটেন্ট সুলতানা রহমানের ভাগ্নি। এই মিডিয়া হাউজের পক্ষ থেকে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের দ্যুতিকে অভিননন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

হার্ভার্ডে ভর্তির জন্য মনোনীত বাংলাদেশী আবিবা

প্রকাশের সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

হককথা ডেস্ক: ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে ভর্তির সুযোগ পেয়েছে বাংলাদেশের আবিবা ইমাম দ্যুতি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তার শিক্ষাবর্ষ। মেধার ভিত্তিতে ৭২ হাজার ডলার মূল্যমান হার্ভার্ড ফ্যাকাল্টি স্কলারশিপও জয় করেছে আবিবা। ভবিষ্যতে অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখা আবিবা অর্থনীতিতে মেজর পড়বে হার্ভার্ডে।
বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার এএফএম আহকাম উল্লাহ এবং ড. বিলকিস রহমান দোলা’র বড় কন্যা আবিবা ছোটবেলা থেকেই মেধাবী। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকায় মেধার পরিচয় রেখেছেন। স্কলাসটিকা স্কুল টিমের সদস্য হয়ে সে ডেনমার্কও সফর করে। তিন বছর আগে আমেরিকায় অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস শুরু করে। রিচমন্ড হিল হাই স্কুলে ভর্তি হয়। খুব অল্প সময়ে আবিবা স্কুলটির সেরা শিক্ষার্থী ‘ভ্যালেডিক্টোরিয়ান’ খেতাব পায়। তিনি স্কুল সকার টিমের ক্যাপ্টেন ছিলেন। নাচ, গান, কবিতা সহ সাংস্কৃতি চর্চায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন আবিবা। যে কারনে খুব অল্প সময়ের মধ্যে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছে আবিবা। তাই তার হার্ভার্ডে ভর্তি হওয়ার খবরে আনন্দিত বাংলাদেশী কমিউনিটি। আনন্দ ছুঁয়ে গেছে আবিবার শিক্ষা প্রতিষ্ঠান রিচমন্ড হিল হাই স্কুলেও। সেখানে তাকে দেয়া হয়েছে সংবর্ধনা।
আবিবা ইমাম দ্যুতি মাত্র তিন বছর বয়সে ঢাকার একুশে টিভিতে আবৃত্তির মাধ্যমে তার পারফর্মেন্স শুরু করে। এরপর ঢাকা ও নিউইয়র্কে অনেক মঞ্চে আবৃত্তি করে। শৈশব থেকে বাবার আবৃত্তি শুনেই আবিবা আবৃত্তির প্রতি ভক্ত হয়ে উঠে। মা-বাব ছাড়াও তার এক ছোট বোন রয়েছে।
ড. বিলকিস রহমান দোলা জানান, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ‘এ্যাকসেপট্যান্স লেটার’-এর মাধ্যমে তার ভর্তির সুযোগের কথা জানতে পারে। অর্থাৎ আবিবা দ্যুতি হার্ভার্ডে ভর্তির জন্য মনোনীত হয়েছে। সে হার্ভার্ডে ভর্তির জন্য আর্লি এডমিশনে কেবরমাত্র এই বিশ্ববিদ্যালয়েই আবেদন করেছিলো।
উল্লেখ্য, টাইম টেলিভিশন-এর হেড অব এডমিন ড. বিলকিস রহমান দোলা’র কন্যা আবিবা ইমাম দ্যুতি’র এই সাফল্যে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারও আননন্দিত। আবিবা ইমাম দ্যুতি টাইম টেলিভিশন-এর কনসালটেন্ট সুলতানা রহমানের ভাগ্নি। এই মিডিয়া হাউজের পক্ষ থেকে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের দ্যুতিকে অভিননন্দন জানিয়েছেন।