সোসাইটিকে গডফাদার মুক্ত করতে ‘রব-রুহুল’ প্যানেল-কে নির্বাচিত করার আহ্বান
- প্রকাশের সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৫২১ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রহুল’ প্যানেল-কে কমিউনিটির কল্যাণে একটি যোগ্য প্যানেল হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেছেন সোসাইটিতে ‘রব-রুহুল’ প্যানেলের বিকল্প নেই। কেননা, বাংলাদেশ সোসাইটি তথা প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে নেতৃত্বে দিতে যেসব গুণাবলী ও যোগ্যতা নেতৃবৃন্দের থাকা দরকার তা ‘রব-রুহুল’ প্যানেলের রয়েছে। বক্তারা বলেন, ‘রব-রহুল’ প্যানেলের প্রার্থীরা কথায় নয় কাজে বিশ্বাসী। সেই সাথে সোসাইটিকে গডফাদার মুক্ত করতে সোসাইটির নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেল-কে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বক্তারা ভোটারদের প্রতি উদাত্ব আহ্বান জানান।
গত ৩০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসে অয়োজিত ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচনী ও প্যানেল পরিচিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। স্থানীয় গোল্ডেন প্লেস মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য ও ‘রব-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হাসিম হাসনু। সভায় প্রধান অতিথি ছিলেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য হাজী মফিজুর রহমান, ট্রাষ্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, ট্রাষ্টি বোর্ডের সদস্য ও ‘রব-রুহুল’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বুরহান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান সমন্বয়কারী জেড মোল্লা সানী, যুগ্ম আহ্বায়ক এম বাসেত রহমান, যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম, প্রবীণ প্রবাসী ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাসির খান, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা প্রফেসর সৈয়দ মজিবুর রহমান ও তোফায়েল আহমেদ চৌধুরী, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বৃহত্তর নোয়াখালী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান মানিক, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (তাজু), মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি শাহাদৎ হোসেন, কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, বৃহত্তম লাকসাম ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল তিতুমির, কুমিল্লা সোসাইটি অব আমেরিকার সভাপতি আবুল খায়ের আকন্দ, নারায়নগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোহসীন, শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন পলাশ, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সভাপতি আশরাফ উদ্দিন সহ রনজিত সাহা, প্রদীপ মালাকার ও সহিদুল ইসলাম শহীদ, বিশিষ্ট রাজনীতিক নূরুল হক চৌধুরী, কমিউনিটি নেতা মো: আবুল মনসুর, আজির উদ্দিন চেয়ারম্যান, রফিকুল ইসলাম, হাফিজ ইবাদুর রহমান, আতাউর রহমান (আতা), এম ডি আব্দুর রহমান, ইকবাল আহমেদ, সালেহ আহমদ, ফারুক আহমদ, মোস্তাক আহমেদ, সিরাজ খান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রহমত উল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন নূরুল এহিয়া। সভায় ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় অতিথিবৃন্দ ছাড়াও ‘রব-রুহুল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি (পদত্যাগী) আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সহ প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দীন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ প্রার্থী নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ডা. শাহনাজ লিপি, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক প্রার্থী ফয়সল আহমদ, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য প্রার্থী মোঃ সাদী মিন্টু ও ফারহানা চৌধুরী ।
সভায় অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘রব-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মীর সারোয়ার আলী, যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম খান, প্রধান সমন্বয়কারী রিয়াজ উদ্দিন কামরান প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন আহ্বাব চৌধুরী খোকন ও শাহ বদরুজ্জামান রুহেল।
সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, সেক্রেটারী মোজাম্মেল হোসেন মুরাদ, ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি লুকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, বাংলা ক্লাব ইউএসএ’র সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, কমিউনিটি নেতা মীর সারোয়ার আলী, রফিকুল ইসলাম ভূঁইয়া, সবুর হোসেন জাহাঙ্গীর, মাসুদুর রহমান, ক্যাপ্টেন (অব:) ফারুক আহমেদ, প্রফেসর নজরুল ইসলাম জায়গিরদার, মোহাম্মদ এহিয়া মেন্দি, বজলুর রহমান, কাওসার আহমেদ, চৌধুরী মোমিত তানিম, বশির উদ্দিন, মো: শোয়াইব আহমেদ, ফয়ছল আহমেদ, কামরুন্নাহার রীতা, রোমানা ইয়াসমীন, জুই ইসলাম, সারওয়ার আলী, রিমি ভূঁইয়া প্রমুখ। সভাটি আয়োজনে ‘রব-রুহুল’ প্যানের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি ছাড়াও বিশেষ সহযোগিতায় ছিলেন দিলশাদ, রবিউল কমিশনার, মোতালেব, বিপ্লব, আরিফ, খোরশেদ, মামুন ও কাউসার। এছাড়াও সভায় জ্যামাইকা, ব্রুকলীন, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া প্রভৃতি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বিপুল সংখ্যক ব্রঙ্কসবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, আজকের সভা প্রমাণ করে ব্রঙ্কসবাসীরা ‘রব-রুহুল’ প্যানেলের সাথে রয়েছেন। সভায় উপস্থিত সকলেই এক একজন সম্মানিত ব্যক্তি এবং যেকোন সংগঠনকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রয়েছে। সবার মতো সোসাইটির জন্য ‘রব-রুহুল’ প্যানেল যোগ্য প্যানেল। বক্তারা এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী-কে ‘মাটির মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের সকল প্রার্থীই স্ব স্ব পদের জন্য যোগ্য। নবীন-প্রবীণের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হয়েছে। সংগঠনকে নেতৃত্ব দেয়া অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা।
সভায় কোন কোন বক্তা বলেন, প্রতিপক্ষ প্যানেল নিজেদের ব্যর্থতায় দু’টি সদস্য পদ হারিয়ে ইতিমধ্যেই তারা পরাজয়ের স্বাদ পেয়েছে। তাই সোসাইটির আগামী নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের সকল প্রার্থীই জয়ী হবে বলে আমরা আশাবাদী। তবে প্রার্থীদের ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। বক্তারা ‘রব-রহুল’ প্যানেলের কর্মকর্তা আর প্রার্থীরা বলেন, এই প্যানেল জয়ী হলে সোসাইটির চলমান কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি ঘোষিত ইশতেহার অনুযায়ী সময়োপযোগী কর্মসূচীর মাধ্যমে সোসাইটিকে আরো শক্তিশালী করা হবে।
উল্লেখ্য, ‘ঐক্যবদ্ধ কমিউনটি ও মূলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে সর্বজনীন’ শ্লোগান নিয়ে ‘রব-রুহুল প্যানেল’ সোসাইটির নির্বাচনে অংশ নিচ্ছে। ইতিমধ্যেই ‘রব-রুহুল’ প্যানেলের ৭দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর রোববার বাদ মাগরিব জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ পানসী রেষ্টুরেন্টে ‘রব-রুহুল’ প্যানেলের পরবর্তী নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।
‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত। -প্রেস বিজ্ঞপ্তি।