সৈয়দ আহমেদ জামালকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের নির্দেশ
- প্রকাশের সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
- / ৭৭১ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কানসাসের লরেন্স বিশ্ববিদ্যালয়ের রসায়নবীদ ও বাংলাদেশী বংশোদ্ভূত সৈয়দ আহমেদ জামালকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত। গেল সপ্তাহে মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে গ্রেফতার হন তিনি। এরপরই তার সন্তান ও পরিবারের সদস্যদের সাথে কানসাসের শিক্ষার্থী’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো জোরপূর্বক দেশে ত্যাগের বিপক্ষে সোচ্চার আওয়াজ তোলেন। এরই অংশ হিসেবে কানসাস সিটি ইমিগ্রেশন কোর্টের ফেডারেল জজ গ্লেন বাকের সাময়িকভাবে তাকে বসবাসের জন্য অনুমতি দিয়েছেন। যদিও এটা কোন স্থায়ী সমাধান নয় বলে জানা গেছে। দীর্ঘ ৩০ বছর যুক্তরাষ্ট্রের বসবাসকারী সৈয়দ আহমেদ জামাল একজন রসায়নবীদ হয়েও দেশত্যাগে প্রতিক্ষার প্রহর গুনার কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে পরিবারে। এর আগে বাবা’কে হারানোর বেদনায় ও নির্মম শূণ্যতায় অনেকটা অসহায় হয়ে পড়েন তার সন্তানেরা। টাইম টেলিভিশন