সিলেট এমসি কলেজ এলামনাই এসোসিয়েশনের বনভোজন ২৯ জুলাই
- প্রকাশের সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
- / ৩৭৩ বার পঠিত
নিউইয়র্ক: সিলেট এমসি ও গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন এর কার্যকরী পরিষদের সভা গত ১৭ জুন রোববার বিকাল ৭টায় জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামাল সোয়েজ আহমদ। সভায় আগামী ২৯ জুলাই রোববার নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বনভোজন কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বনভোজন কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বোরহান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সদস্য সচীব- মোহাম্মদ রহমান সাচ্চু, যুগ্ম সদস্য সচীব- মোহাম্মদ করিম রেজা এবং সদস্য যথাক্রমে হাসান চৌধুরী মাছুম, আমিনুল হক চুন্নু, এহতেশাম চৌধুরী ও কবির শাহ আহমদ লিলু।
এছাড়াও সভায় সংগঠনের গঠনতন্ত্র রিভিউ কমিটির বিষয়ে গত সভায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা কার্যকরী কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং আগামী সাধারণ সভায় তা চুড়ান্তভাবে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, আগামী ৫ আগষ্ট রোববার জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে সিলেট এমসি ও গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন-এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।