নিউইয়র্ক ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সানিসাইড মুসলিম সেন্টারের রামাদান পূর্ব ফান্ডরেইজিং সম্পন্ন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • / ৭৫ বার পঠিত

হককথা রিপোর্টঃ সানিসাইড মুসলিম সেন্টারের রামাদান পূর্ব ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।  ২০ মার্চ মাগরিবের নামাজের পর সানিসাইড মুসলিম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফান্ডরেইজিং এর কনভেনর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নিউইয়র্ক এর প্রেসিডেন্ট ডাঃ আতাউল হক ওসমানী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেল্টার রক ইসলামিক সেন্টারের ইমাম ক্বারী নজরুল ইসলাম ও সাফোল্ক ইসলামি সেন্টারের ইমাম আব্দুল্লাহ এজাত বায়োমী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু সালেহ শোয়াইব।
মসজিদের নতুন বাড়ী ক্রয়ে সকলকে এগিয়ে আসার আহŸান জানান মসজিদের প্রেসিডেন্ট পারভেজুর রহমান। মসজিদের একাউন্ট এবং হিসাব জানিয়ে সকলকে অনুদান ও কর্জে হাসানার মাধ্যমে ১.২ মিলিয়ন ডলারের বাড়ী ক্রয়ের জন্য অংশ গ্রহন কামনা করেন সেক্রেটারী নাসির হায়দার।
অতিথি ক্বারী নজরুল ইসলাম ও ইমাম আব্দুল্লাহ রামাদ্বানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এসময় ডাঃ আতাউল হক ওসমানী ইংরেজীতে তার সুললীল কণ্ঠে একটি হাম্দ পরিবেশনা করেন।
অনুষ্ঠানে নারী ও শিশুসহ প্রায় দেড়শতাধিক মুসল্লি উপস্থিতি ছিলেন বলে জানান ফান্ডরেইজিং ডিনারের কো-অর্ডিনেটর আব্দুল হামিদ সোহেল। তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ইশার নামাজের পর ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সানিসাইড মুসলিম সেন্টারের রামাদান পূর্ব ফান্ডরেইজিং সম্পন্ন

প্রকাশের সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

হককথা রিপোর্টঃ সানিসাইড মুসলিম সেন্টারের রামাদান পূর্ব ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।  ২০ মার্চ মাগরিবের নামাজের পর সানিসাইড মুসলিম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফান্ডরেইজিং এর কনভেনর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নিউইয়র্ক এর প্রেসিডেন্ট ডাঃ আতাউল হক ওসমানী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেল্টার রক ইসলামিক সেন্টারের ইমাম ক্বারী নজরুল ইসলাম ও সাফোল্ক ইসলামি সেন্টারের ইমাম আব্দুল্লাহ এজাত বায়োমী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু সালেহ শোয়াইব।
মসজিদের নতুন বাড়ী ক্রয়ে সকলকে এগিয়ে আসার আহŸান জানান মসজিদের প্রেসিডেন্ট পারভেজুর রহমান। মসজিদের একাউন্ট এবং হিসাব জানিয়ে সকলকে অনুদান ও কর্জে হাসানার মাধ্যমে ১.২ মিলিয়ন ডলারের বাড়ী ক্রয়ের জন্য অংশ গ্রহন কামনা করেন সেক্রেটারী নাসির হায়দার।
অতিথি ক্বারী নজরুল ইসলাম ও ইমাম আব্দুল্লাহ রামাদ্বানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এসময় ডাঃ আতাউল হক ওসমানী ইংরেজীতে তার সুললীল কণ্ঠে একটি হাম্দ পরিবেশনা করেন।
অনুষ্ঠানে নারী ও শিশুসহ প্রায় দেড়শতাধিক মুসল্লি উপস্থিতি ছিলেন বলে জানান ফান্ডরেইজিং ডিনারের কো-অর্ডিনেটর আব্দুল হামিদ সোহেল। তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ইশার নামাজের পর ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।