সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে নিউইয়র্কে শোক সভা শনিবার

- প্রকাশের সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
- / ৩৩৮ বার পঠিত
হককথা ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (৯ জুলাই) রাতে রাজধানী ঢাকার আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজেউন)। তিনি মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার)-এ আক্রান্ত ছিলেন। তিনি নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর ছাট ভাই।
মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও শেষ জানাজা স্থানীয় চামেলীবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। ছিলেন পিআইবি’র প্রশিক্ষক। এছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।
শোক প্রকাশ: বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও বিজেএডব্লিউএফ-এর সভাপতি অধ্যাপক ড. ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ জাহাঙ্গীরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
অনুরূপ শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
শোক সভা: এদিকে মরহুম সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে বিজেএডব্লিউএফ আগামী ২০ জুলাই শনিবার এক শোক সবার আয়োজন করেছে। ঐদিন বিকেল ৭টায় বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর বার্তা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।