সভাপতি আমানত, সাধারণ সম্পাদক বেলাল
- প্রকাশের সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
- / ৪৯৪ বার পঠিত
নিউইয়র্ক: রায়পুর সোসাইটি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আহ্বায়ক কমিটি কর্তৃক পরিচালিত হয়ে আসছিল রায়পুর সোসাইটির কার্যক্রমর। পরপর দুটি বনভোজনের সফল আয়োজন’সহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে রায়পুর বাসীদের কল্যাণে কাজ করে আসছে প্রবাসীদের প্রাণের এ আঞ্চলিক সংগঠন।
যুক্তরাষ্ট্রে বসবসাকারউ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রাবসী বাংলাদেশীদের সংগঠন ‘রায়পুর সোসাইটি ইউএসএ ইনক’র আনুষ্ঠানিক পথচলা শুরু হয় মূলত ২০১৬ সালে ওই বছরের ৩১ জুলাই লং আইল্যান্ডের ব্যাথপেইজ স্টেট পার্কে বার্ষিক বনভোজন ও পূর্ণমিলনী সভার মধ্য দিয়ে রায়পুরবাসীর সান্নিধ্যে আসে সংগঠনটি। এরপর সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ণ, সাংগঠনিক কাঠামো নির্ধারণ’সহ আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে গঠনতন্ত্র মোতাবেক একটি পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নেয়া হয়। রায়পুর সোসাইটি ইউএসএ ইনক’র গঠনতন্ত্রের রচিয়তা হচ্ছেন, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস। এ লক্ষ্যে বেশ কয়েকটি মিটিং ও আলোচনায় সভা অনুষ্ঠিহ হয়।
সর্বশেষ চলতি বছর তথা ২০১৭ সালের ১৬ জুলাই নিউইয়ের্কর ওরেঞ্জ কাউন্টির ‘থমাসবুল মেমোরিয়াল পার্কে’ বৃহৎ পরিসরে রায়পুর সোসাইটির দ্বিতীয় বার্ষিক বনভোজনের সফল আয়োজন ঘটে। যাতে বৃহত্তর লক্ষ্মীপুরের রায়পুর অভিবাসীরা ছাড়াও অংশ নেন কমিউনিটির বিশিষ্টজনেরা। অবশেষে আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে রায়পুর সোসাইটির নতুন একটি পূর্নাঙ্গ কমিটি গঠনে উদ্যোগ নেয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে একটি সাধারণ সভা ঘোষণা করা হয়। ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এস এম আমানত। সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু এবং যুগ্ম-আহ্বায়ক সেলিম হোসেন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাধরণ সভায় অংশ নেন সোসাইটির আহ্বায়ক কমিটি নেতা’সহ রায়পুরবাসীরা। এসময়ে উপস্থিতি সবার সম্মতিক্রমে এবং গঠনতন্ত্র বিধি মোতাবেক রায়পুর সোসাইটির ইউএসএ ইনক’র পূর্নাঙ্গ একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের এ নির্বাচনে সিদ্ধান্ত গৃহিত হয় যে, চলতি বছর থেকে আগামী ২ বছর (২০১৭-২০১৯) এ কমিটি তাদের দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই আরেকটি কমিটি গঠন করা হবে এই মর্মে সভার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
রায়পুর সোসাইটির নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির কমৃকতৃারা হলে: সভাপতি- এস.এম আমানত এবং সাধারণ সম্পাদক- বেলাল আহমেদ। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হলেন: সিনিয়র সহ সভাপতি- আক্তার হোসেন ভুঁইয়া, সহ সভাপতি- আব্দুল মালেক ভুঁইয়া (রিংকু), যুগ্ম সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন দেলু, অর্থ সম্পাদক- গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাংগঠনিক সম্পাদক- পীরজাদা মোরশেদুল হক, ক্রীড়া সম্পাদক- জামাল উদ্দিন ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোস্তফা কামাল এবং দপ্তর সম্পাদক-রুকসানা খানম ফেন্সী। এছাড়া কার্যনির্বাহী কমিটির ৬ জন সদস্য হলেন: মিজানুর রহমান কিশোর, আব্দুল লতিফ, মোহাম্মদ ইব্রাহীম, বুলবুল চৌধুরী, মেহেদী হোসেন ভুঁইয়া এবং রায়হান শরীফ তপু।
একই সাথে রায়পুর সোসাইটি ইউএসএ ইনক’র সাংগঠিনক গতিশীল বৃদ্ধি’সহ নির্বাচিত কমিটিকে তদারকি করা এবং তাদের পরামর্শক হিসেবে প্রতিষ্ঠা করা হয় একটি উপদেষ্টা কমিটি। ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলীর সদস্যরা হচ্ছেন- আলহাজ্ব হুমায়ুন কবির ভাট, আবুল কালাম ভুঁইয়া, সেলিম হোসেন ভুঁইয়া, ডা. ইকবাল হোসেন ভুঁইয়া, মনির আহাম্মেদ এবং শিবলী চৌধুরী কায়েস প্রমুখ।
রায়পুর সোসাইটির নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে সকল দায়িত্ব হস্তান্তর করেন আহ্বায়ক কমিটির নেতারা। এছাড়া আগামিতে সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন সাধারণ সভায় উপস্থিত রায়পুর সোসাইটি ইউএসএ ইনক’র নেতা ও সদস্যরা।