নিউইয়র্ক ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সন্দ্বীপের সাথে নোয়াখালী ও ফেনী জেলার অমিমাংসিত সীমানা নির্ধারনের দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / ১৩২৪ বার পঠিত

নিউইয়র্ক: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাথে নোয়াখালী ও ফেনী জেলার অমিমাংসিত সীমানা নির্ধারনের দাবী এবং সন্দ্বীপের সীমানায় জেগে উঠা নতুন চরগুলো অন্য জেলার অর্šÍভূক্তিকরণে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী সন্দ্বীপবাসী। গত ৯ মার্চ জ্যাকসন হাইটসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি, ইউএসএ আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম ফেরদৌস।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসীদের মধ্যে আবু জাফর মাহমুদ, আবুল কাশেম, মোহাম্মদ হেলালউদ্দিন, মাহফুজুল হক নান্নু, এমলাক হোসেন ফয়সাল, ফিরোজ আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, আবু তাহের, আবুল হাসান মহি উদ্দিন, মোহাম্মদ হামিদ, ইকবাল হায়দার, আবুল হাশেম, মিলাদ বারী, আব্দুল হান্নান পান্না, হেলাল উদ্দিন, হুমায়ুন কবীর, বখতিয়ার উদ্দিন, নাসির উদ্দিন, আবুল হাশেম শাহাদত, সাইফূল ইসলাম, মাকসুদুর রহমান, মনির উদ্দিন, শাহাব উদ্দিন, নূর ইসলাম, মোহাম্মদ আলমগীর, আব্দুল মান্নান, কাউসার সর্দার, কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
Sandwipসাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে বলা হয়: আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী অত্যান্ত উদ্বিগ্নতার সাথে জানাচ্ছি যে, আমাদের পরিবার, আত্মীয়-স্বজন অধিকাংশ মানুষ প্রিয় জন্মস্থান সন্দ্বীপে বসবাস করে। হাজারো বছরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যে ভরা একটি দ্বীপ সন্দ্বীপ। বর্তমানে চট্টগ্রাম জেলার একটি উপজেলা। ইতিহাস বলে, গত কয়েকশ বছরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এবং পর্তুগীজরা ব্যবসা বানিজ্যের জন্য সাগর পথে এসে এই সন্দ্বীপকে বেছে নিয়েছেন। ১৯৫৬ সালেও সন্দ্বীপ ছিল ৬০ মৌজা সস্বলিত, বিশেষ করে সন্দ্বীপের পশ্চিম, উত্তরপশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ গত ৭০-৮০ বছর ধরে নদীর ভাঙ্গা- গড়ার সাথে সংগ্রাম করে বেচেঁ আছে। ইতিমধ্যে ২৫ টির মত মৌজা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর ভাঙ্গা গড়ার স্বাভাবিক নিয়মে নদীর পলি জমে এবং হিমালয় থেকে নদী বাহিত পলির প্রভাবে ১৫- ২০ বছর পর পর উপকুলে কোথাও না কোথাও নতুন ভাবে চর জেগে উঠে। তেমনি ভাবে ৮০ দশকে সন্দ্বীপের উত্তর পশ্চিম সীমানায় উরিরচর নামে চর জেগে উঠে। বর্তমানে যা সন্দ্বীপের একটি ইউনিয়ন। সন্দ্বীপের ভিটেমাটি হারা কিছু মানুষ জীবনের ঝুকি নিয়ে কোন প্রকার সরকারী এবং আন্তর্জাতিক সহযোগীতা ছাড়া বসতি গড়ে তোলে। বাধ্য হয়ে অনিরাপদভাবে বসবাস করার কারণে ১৯৮৫ সালের ২৪ মে প্রলয়ংকারী জলোচ্ছাসে চরের অধিকাংশ মানুষ মৃত্যুবরন করে। গত ৭০-৮০ বছর ধরে নদী ভাঙ্গনের কারণে বাস্তুহারা মানুষ গুলো সন্দ্বীপের বিভিন্ন বেড়ীবাঁধ ও বসতি এলাকায় উদ্বাস্তুর মত মানবেতর জীবন যাপন করছে। এর পরিণতিতে বসতি এলাকায় কৃষি জমির পরিমান শুন্যের কোটায়। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে যে প্রাণহানি ঘঠেছিল তার অধিকাংশই ছিল বেড়ীবাঁধে বসবাসকারী বাস্তুহারা মানুষগুলো।
Nayamasti Unionগেল ১০-১৫ বছর ধরে সন্দ্বীপের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে সন্দ্বীপের সীমানায় অনেকগুলো নতুন চর জেগে উঠেছে। তাদের মধ্যে স্বর্ণদ্বীপ (সাবেক নিউ সন্দ্বীপ/ জাহাজ্জারচর), ঠ্যাংগারচর (সন্দ্বীপের সাবেক ন্যামস্তি ইউনিয়ন) এবং জালিয়ার চর অন্যতম। যখনি এই অঞ্চলের অসহায় মানুষগুলো এক বুক আসা নিয়ে পূর্বপুরুষের হারানো ভিটে মাটি ও কৃষি জমিতে নতুন করে বসতি গড়ে তোলার স্বপ্ন দেখছে ঠিক তখনি কিছু মহল সরকারী প্রশাসনকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রচার করে সন্দ্বীপের বাস্তুহারা মানুষকে বঞ্চিত করার চক্রান্তে মেতে উঠেছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: ১৮২২ সালে নোয়াখালী জেলা গঠিত হলে সন্দ্বীপকে চট্টগ্রাম জেলা থেকে নোয়াখালী জেলার অর্šÍভুক্ত করা হয়। যোগাযোগের চরম অসুবিধার কারণে ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে পুনরায় সন্দ্বীপকে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে নোয়াখালী জেলার হাতিয়া, সুধারাম, কোম্পানীগঞ্জ ও বর্তমান ফেনী জেলার সোনাগাজীর সাথে সীমানা অমিমাংসিত থেকে যায়। সন্দ্বীপের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় মাতৃভুমি সন্দ্বীপের সীমানায় জেগে উঠা চরের মালিকানা নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের কর্তৃত্ববাদী কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে উঠেছে। ইতিমধ্যে সন্দ্বীপবাসী সন্দ্বীপের সীমানা নির্ধারণ ও জেগে উঠা নতুন চরে বসবাসের সুযোগ পেতে দেশে বিভিন্ন অঞ্চলে এবং প্রবাসে বিভিন্ন শহরে সাংবাদিক সম্মেলন, সমাবেশ, স্বারকলিপি প্রদান ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে আরো বলা হয় যে, ১৯৭০ সালের ৩০ জানুয়ারী বিভাগীয় কমিশনারের আদালত, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসককে আন্তজেলার সীমানা নির্ধারণের নির্দেশ প্রদান করেন। বিগত ১৯৯৮ সালের ১৫ জানুয়ারী জরীপ অধিদপ্তর-এর মহাপরিচালকের সভাপতিত্বে ১৯১৩-১৯১৬ সালে সি. এস. ম্যাপ-এর উপর ভিত্তি করে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে করে নতুন করে জেগে উঠা চর নিয়ে ভবিষ্যতে কোন মামলা, হামলা, দখল, বেদখলের তথা কোন বিতর্ক সৃষ্টির সম্ভাবনা না থাকে।
বিগত ২০০৮ সালে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহাপরিচালক, জরীপ অধিদপ্তর-কে আন্ত:জেলা সীমানা নির্ধারণের জন্য পত্র দেন। ১ ডিসেম্বর’২০০৯ বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম আন্ত:জেলা সীমানা নিধারণ করার জন্য স্থানীয় সরকার বিভাগকের সচিবকে পত্র দেন। অত্যান্ত পরিতাপের বিষয় উল্লেখিত কোন নির্দেশনা/সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
অত:পর বিগত ৩ মার্চ’২০১৬ ভুমি মন্ত্রানালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)-এর উপস্থিতিতে চট্টগ্রাম ও নোয়াখালী আন্ত:জেলা সীমানা ১৯১৩-১৯১৬ সালে প্রস্তুতকৃত সি. এস. জরিপ এর ম্যাপ এর উপর ভিত্তি করে দু’মাসের মধ্যে ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম কার্যালয়, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসনকে যৌথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত সীমানা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি/গ্রহণ করেননি। আরো উল্লেখ্য, ১৯৫৬ সালে সন্দ্বীপ চট্টগ্রাম জেলায় পুনরায় অন্তর্ভূক্ত হওয়ার পর আর কোন জরিপ হয়নি এবং কোন সংশোধিত ম্যাপও ছাপানো হয়নি।
উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন না করে নোয়াখালী জেলা প্রশাসন একতরফাভাবে সন্দ্বীপ উপজেলার সীমানার মধ্যে জেগে উঠা স্বর্ণদ্বীপ (জাহাজ্জার চর), ঠ্যাংগার চর, জালিয়ার চরসহ সংলগ্ন সকল চরসমূহে একতরফা ভাবে জরীপ কার্যক্রম ও সাইনবোর্ড স্থাপন করে চলেছে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য প্রেরণ করছে। যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া যাচাই বাচাই ছাড়া প্রচার করছে। যা সম্পূর্ন একতরফা ও বেআইনি।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: বিভিন্ন প্রচার মাধ্যমে সন্দ্বীপবাসী জানতে পারে সন্দ্বীপের সাবেক ন্যামস্তি ইউনিয়নে জেগে উঠা ঠ্যাংগার চরে শরনার্থীদেরকে সরকার অস্থায়ীভাবে পূর্নবাসনের চিন্তা ভাবনা করছে। আমরা এবং অভিজ্ঞমহল মনে করি একটি বিচ্ছিন্ন দ্বীপে সম্পূর্নরুপে ভিন্ন দেশী উদ্বাস্তুদের পুনঃবাসন করা হলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির কারণ হতে পারে। সাময়িকভাবে ২০-৩০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসিত করা হলেও সময়ের ব্যবধানে এই সুযোগের অপব্যবহার করে অগণিত রোহিঙ্গা স্মরনার্থী আসতে শুরু করবে যা কোনমতে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। ফলশ্রুতিতে এই দ্বীপের সম্প্রসারিত নতুনভাবে জেগে উঠা ভূমিতেও তাদের বসতি গড়ে উঠবে। আমরা আরও শঙ্খাবোধ করি সময়ের ব্যবধানে এই দ্বীপে কোন অস্থিতীশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে গিয়ে অনাকাঙ্খিত পরিস্থিরি সৃষ্টি হলে আন্তর্জাতিক সম্প্রদায় দ্বীপের নিরাপত্তা গ্রহন করতে চাইবে। এরই ধারাবাহিকতায় সা¤্রাজ্যবাদী শক্তি সামরিক ঘাঁটি স্থাপনের অভিপ্রায়ে বিচ্ছিন্নবাদের উস্কানি দিতে পারে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: মানবিক বিবেচনায় আমরা সন্দ্বীপবাসীরা নির্যাতিত রোহিঙ্গা পুনর্বাসনে বিরোধী নই। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে একটি নির্দিষ্ট দ্বীপে পুনর্বাসন না করে সন্দ্বীপের সীমানায় জেগে উঠা স্বর্ণদ্বীপে (জাহাজ্জার চর), সন্দ্বীপসহ উপকুলীয় অঞ্চলের বাস্তুহারা মানুষের সাথে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিন্তা করা যেতে পারে। ইতিমধ্যে জাহাজ্জার চরে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানের প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করায় আমরা স্বাগত জানাই। এই দ্বীপের নাম সন্দ্বীপের প্রাচীন নামগুলোর একটি স্বর্নদ্বীপ নামকরণ করায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরই মধ্যে সেনাবাহিনীর অবস্থানের কারণে এতদঞ্চলে জলদস্যুদের অপতৎপরতা অনেক অংশে হ্রাস পেয়েছে।
এমতাবস্তায় ৩০ জানুয়ারী’১৯৭০ বিভাগীয় কমিশনার আদালতে ১৯১৩-১৯১৬ সালের সি.এস. ম্যাপের উপর ভিত্তি করে বিভাগীয় কমিশনার আদালত চট্টগ্রাম ও নোয়াখালী জেলার প্রশাসককে আন্তঃ জেলার সীমানা নির্ধারণের যে নির্দেশ প্রদান করেন তা বাস্তবায়ন এবং ঠ্যাংগার চরে সন্দ্বীপের বাস্তুহারাদেরকে বসবাসের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাই।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সন্দ্বীপের সাথে নোয়াখালী ও ফেনী জেলার অমিমাংসিত সীমানা নির্ধারনের দাবী

প্রকাশের সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭

নিউইয়র্ক: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাথে নোয়াখালী ও ফেনী জেলার অমিমাংসিত সীমানা নির্ধারনের দাবী এবং সন্দ্বীপের সীমানায় জেগে উঠা নতুন চরগুলো অন্য জেলার অর্šÍভূক্তিকরণে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী সন্দ্বীপবাসী। গত ৯ মার্চ জ্যাকসন হাইটসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি, ইউএসএ আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম ফেরদৌস।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসীদের মধ্যে আবু জাফর মাহমুদ, আবুল কাশেম, মোহাম্মদ হেলালউদ্দিন, মাহফুজুল হক নান্নু, এমলাক হোসেন ফয়সাল, ফিরোজ আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, আবু তাহের, আবুল হাসান মহি উদ্দিন, মোহাম্মদ হামিদ, ইকবাল হায়দার, আবুল হাশেম, মিলাদ বারী, আব্দুল হান্নান পান্না, হেলাল উদ্দিন, হুমায়ুন কবীর, বখতিয়ার উদ্দিন, নাসির উদ্দিন, আবুল হাশেম শাহাদত, সাইফূল ইসলাম, মাকসুদুর রহমান, মনির উদ্দিন, শাহাব উদ্দিন, নূর ইসলাম, মোহাম্মদ আলমগীর, আব্দুল মান্নান, কাউসার সর্দার, কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
Sandwipসাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে বলা হয়: আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী অত্যান্ত উদ্বিগ্নতার সাথে জানাচ্ছি যে, আমাদের পরিবার, আত্মীয়-স্বজন অধিকাংশ মানুষ প্রিয় জন্মস্থান সন্দ্বীপে বসবাস করে। হাজারো বছরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যে ভরা একটি দ্বীপ সন্দ্বীপ। বর্তমানে চট্টগ্রাম জেলার একটি উপজেলা। ইতিহাস বলে, গত কয়েকশ বছরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এবং পর্তুগীজরা ব্যবসা বানিজ্যের জন্য সাগর পথে এসে এই সন্দ্বীপকে বেছে নিয়েছেন। ১৯৫৬ সালেও সন্দ্বীপ ছিল ৬০ মৌজা সস্বলিত, বিশেষ করে সন্দ্বীপের পশ্চিম, উত্তরপশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ গত ৭০-৮০ বছর ধরে নদীর ভাঙ্গা- গড়ার সাথে সংগ্রাম করে বেচেঁ আছে। ইতিমধ্যে ২৫ টির মত মৌজা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর ভাঙ্গা গড়ার স্বাভাবিক নিয়মে নদীর পলি জমে এবং হিমালয় থেকে নদী বাহিত পলির প্রভাবে ১৫- ২০ বছর পর পর উপকুলে কোথাও না কোথাও নতুন ভাবে চর জেগে উঠে। তেমনি ভাবে ৮০ দশকে সন্দ্বীপের উত্তর পশ্চিম সীমানায় উরিরচর নামে চর জেগে উঠে। বর্তমানে যা সন্দ্বীপের একটি ইউনিয়ন। সন্দ্বীপের ভিটেমাটি হারা কিছু মানুষ জীবনের ঝুকি নিয়ে কোন প্রকার সরকারী এবং আন্তর্জাতিক সহযোগীতা ছাড়া বসতি গড়ে তোলে। বাধ্য হয়ে অনিরাপদভাবে বসবাস করার কারণে ১৯৮৫ সালের ২৪ মে প্রলয়ংকারী জলোচ্ছাসে চরের অধিকাংশ মানুষ মৃত্যুবরন করে। গত ৭০-৮০ বছর ধরে নদী ভাঙ্গনের কারণে বাস্তুহারা মানুষ গুলো সন্দ্বীপের বিভিন্ন বেড়ীবাঁধ ও বসতি এলাকায় উদ্বাস্তুর মত মানবেতর জীবন যাপন করছে। এর পরিণতিতে বসতি এলাকায় কৃষি জমির পরিমান শুন্যের কোটায়। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে যে প্রাণহানি ঘঠেছিল তার অধিকাংশই ছিল বেড়ীবাঁধে বসবাসকারী বাস্তুহারা মানুষগুলো।
Nayamasti Unionগেল ১০-১৫ বছর ধরে সন্দ্বীপের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে সন্দ্বীপের সীমানায় অনেকগুলো নতুন চর জেগে উঠেছে। তাদের মধ্যে স্বর্ণদ্বীপ (সাবেক নিউ সন্দ্বীপ/ জাহাজ্জারচর), ঠ্যাংগারচর (সন্দ্বীপের সাবেক ন্যামস্তি ইউনিয়ন) এবং জালিয়ার চর অন্যতম। যখনি এই অঞ্চলের অসহায় মানুষগুলো এক বুক আসা নিয়ে পূর্বপুরুষের হারানো ভিটে মাটি ও কৃষি জমিতে নতুন করে বসতি গড়ে তোলার স্বপ্ন দেখছে ঠিক তখনি কিছু মহল সরকারী প্রশাসনকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রচার করে সন্দ্বীপের বাস্তুহারা মানুষকে বঞ্চিত করার চক্রান্তে মেতে উঠেছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: ১৮২২ সালে নোয়াখালী জেলা গঠিত হলে সন্দ্বীপকে চট্টগ্রাম জেলা থেকে নোয়াখালী জেলার অর্šÍভুক্ত করা হয়। যোগাযোগের চরম অসুবিধার কারণে ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে পুনরায় সন্দ্বীপকে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে নোয়াখালী জেলার হাতিয়া, সুধারাম, কোম্পানীগঞ্জ ও বর্তমান ফেনী জেলার সোনাগাজীর সাথে সীমানা অমিমাংসিত থেকে যায়। সন্দ্বীপের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় মাতৃভুমি সন্দ্বীপের সীমানায় জেগে উঠা চরের মালিকানা নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের কর্তৃত্ববাদী কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে উঠেছে। ইতিমধ্যে সন্দ্বীপবাসী সন্দ্বীপের সীমানা নির্ধারণ ও জেগে উঠা নতুন চরে বসবাসের সুযোগ পেতে দেশে বিভিন্ন অঞ্চলে এবং প্রবাসে বিভিন্ন শহরে সাংবাদিক সম্মেলন, সমাবেশ, স্বারকলিপি প্রদান ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে আরো বলা হয় যে, ১৯৭০ সালের ৩০ জানুয়ারী বিভাগীয় কমিশনারের আদালত, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসককে আন্তজেলার সীমানা নির্ধারণের নির্দেশ প্রদান করেন। বিগত ১৯৯৮ সালের ১৫ জানুয়ারী জরীপ অধিদপ্তর-এর মহাপরিচালকের সভাপতিত্বে ১৯১৩-১৯১৬ সালে সি. এস. ম্যাপ-এর উপর ভিত্তি করে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে করে নতুন করে জেগে উঠা চর নিয়ে ভবিষ্যতে কোন মামলা, হামলা, দখল, বেদখলের তথা কোন বিতর্ক সৃষ্টির সম্ভাবনা না থাকে।
বিগত ২০০৮ সালে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহাপরিচালক, জরীপ অধিদপ্তর-কে আন্ত:জেলা সীমানা নির্ধারণের জন্য পত্র দেন। ১ ডিসেম্বর’২০০৯ বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম আন্ত:জেলা সীমানা নিধারণ করার জন্য স্থানীয় সরকার বিভাগকের সচিবকে পত্র দেন। অত্যান্ত পরিতাপের বিষয় উল্লেখিত কোন নির্দেশনা/সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
অত:পর বিগত ৩ মার্চ’২০১৬ ভুমি মন্ত্রানালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)-এর উপস্থিতিতে চট্টগ্রাম ও নোয়াখালী আন্ত:জেলা সীমানা ১৯১৩-১৯১৬ সালে প্রস্তুতকৃত সি. এস. জরিপ এর ম্যাপ এর উপর ভিত্তি করে দু’মাসের মধ্যে ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম কার্যালয়, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসনকে যৌথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত সীমানা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি/গ্রহণ করেননি। আরো উল্লেখ্য, ১৯৫৬ সালে সন্দ্বীপ চট্টগ্রাম জেলায় পুনরায় অন্তর্ভূক্ত হওয়ার পর আর কোন জরিপ হয়নি এবং কোন সংশোধিত ম্যাপও ছাপানো হয়নি।
উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন না করে নোয়াখালী জেলা প্রশাসন একতরফাভাবে সন্দ্বীপ উপজেলার সীমানার মধ্যে জেগে উঠা স্বর্ণদ্বীপ (জাহাজ্জার চর), ঠ্যাংগার চর, জালিয়ার চরসহ সংলগ্ন সকল চরসমূহে একতরফা ভাবে জরীপ কার্যক্রম ও সাইনবোর্ড স্থাপন করে চলেছে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য প্রেরণ করছে। যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া যাচাই বাচাই ছাড়া প্রচার করছে। যা সম্পূর্ন একতরফা ও বেআইনি।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: বিভিন্ন প্রচার মাধ্যমে সন্দ্বীপবাসী জানতে পারে সন্দ্বীপের সাবেক ন্যামস্তি ইউনিয়নে জেগে উঠা ঠ্যাংগার চরে শরনার্থীদেরকে সরকার অস্থায়ীভাবে পূর্নবাসনের চিন্তা ভাবনা করছে। আমরা এবং অভিজ্ঞমহল মনে করি একটি বিচ্ছিন্ন দ্বীপে সম্পূর্নরুপে ভিন্ন দেশী উদ্বাস্তুদের পুনঃবাসন করা হলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির কারণ হতে পারে। সাময়িকভাবে ২০-৩০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসিত করা হলেও সময়ের ব্যবধানে এই সুযোগের অপব্যবহার করে অগণিত রোহিঙ্গা স্মরনার্থী আসতে শুরু করবে যা কোনমতে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। ফলশ্রুতিতে এই দ্বীপের সম্প্রসারিত নতুনভাবে জেগে উঠা ভূমিতেও তাদের বসতি গড়ে উঠবে। আমরা আরও শঙ্খাবোধ করি সময়ের ব্যবধানে এই দ্বীপে কোন অস্থিতীশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে গিয়ে অনাকাঙ্খিত পরিস্থিরি সৃষ্টি হলে আন্তর্জাতিক সম্প্রদায় দ্বীপের নিরাপত্তা গ্রহন করতে চাইবে। এরই ধারাবাহিকতায় সা¤্রাজ্যবাদী শক্তি সামরিক ঘাঁটি স্থাপনের অভিপ্রায়ে বিচ্ছিন্নবাদের উস্কানি দিতে পারে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: মানবিক বিবেচনায় আমরা সন্দ্বীপবাসীরা নির্যাতিত রোহিঙ্গা পুনর্বাসনে বিরোধী নই। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে একটি নির্দিষ্ট দ্বীপে পুনর্বাসন না করে সন্দ্বীপের সীমানায় জেগে উঠা স্বর্ণদ্বীপে (জাহাজ্জার চর), সন্দ্বীপসহ উপকুলীয় অঞ্চলের বাস্তুহারা মানুষের সাথে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিন্তা করা যেতে পারে। ইতিমধ্যে জাহাজ্জার চরে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানের প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করায় আমরা স্বাগত জানাই। এই দ্বীপের নাম সন্দ্বীপের প্রাচীন নামগুলোর একটি স্বর্নদ্বীপ নামকরণ করায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরই মধ্যে সেনাবাহিনীর অবস্থানের কারণে এতদঞ্চলে জলদস্যুদের অপতৎপরতা অনেক অংশে হ্রাস পেয়েছে।
এমতাবস্তায় ৩০ জানুয়ারী’১৯৭০ বিভাগীয় কমিশনার আদালতে ১৯১৩-১৯১৬ সালের সি.এস. ম্যাপের উপর ভিত্তি করে বিভাগীয় কমিশনার আদালত চট্টগ্রাম ও নোয়াখালী জেলার প্রশাসককে আন্তঃ জেলার সীমানা নির্ধারণের যে নির্দেশ প্রদান করেন তা বাস্তবায়ন এবং ঠ্যাংগার চরে সন্দ্বীপের বাস্তুহারাদেরকে বসবাসের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাই।