সংখ্যালঘুদের আন্দোলন দেশবিরোধী নয়
- প্রকাশের সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
- / ৭৪৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে ধর্মীয় সংখ্যালঘুদের আন্দোলন কোনোভাবেই সরকার বা দেশবিরোধী আন্দোলন নয়। আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন করছি। গত ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে পূজা পুনর্মিলনী পরিষদ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দত্তের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী শিতাংশু গুহের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা পুনর্মিলনী পরিষদর সভাপতি শ্যামল কর এবং স্বাগত বক্তব্য রাখেন ভজন সরকার। এসময় সুব্রত বিশ্বাস, সুশীল সাহা, রবীন্দ্র সরকার, কুমার বাবুল সাহা, সুভাষ পাল, অভিনাষ আচার্য্য প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালেও আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন করেছিলাম, তখন আওয়ামী লীগ আমাদের সঙ্গে ছিলো। সেই আন্দোলনের সুফল তারাও ভোগ করেছিল। তখন যদি সংখ্যালঘুদের আন্দোলন দেশবিরোধী না হয়ে থাকে তাহলে এখন দেশবিরোধী হবে কেনো?
এছাড়া বাংলাদেশে ধারাবাহিকভাবে মৌলবাদী গোষ্ঠী এবং সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছুসংখ্যক সাম্প্রদায়িক স্বার্থবাদী চক্র সংখ্যালঘু, আদিবাসী ও সাঁওতালদের ওপর অত্যাচার-নির্যাতন-উচ্ছেদ-জবরদখল এমনকি দেশ থেকে তাড়িয়ে দেবার ঘটনা ঘটিয়ে চলেছে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।