শ্রী চিন্ময়-এর অনুসারীদের ঈদ সেলিব্রেশন
- প্রকাশের সময় : ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ২৯৬ বার পঠিত
নিউইয়র্ক: বাঙালীর মানবিক মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা ও সাংস্কৃতিক চেতনার এক মূর্ত প্রতীক শ্রী চিন্ময়। সম্প্রতি নিউইয়র্কে এই ধ্যান সাধক শ্রী চিন্ময়-এর অনুসারীরা পালন করেন ঈদ সেলিব্রেশন। অত্যন্ত আনন্দমূখর এই অনুষ্ঠান আয়োজন করা হয় গুরু শ্রী চিন্ময়ে ওয়াননেস হার্ট সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় শ্রী চিন্ময়ের আধ্যাত্মিক সঙ্গীত এবং মেডিটেশনের মধ্যে দিয়ে। তারপর প্রিয় সদস্যদের নিজ হাতে তৈরী ঈদের সেমাই, পোলাও সহ অন্যান্য মুখরোচক ঈদের খাবার-এর মাধ্যমে মধ্যাহ্নভোজ উপভোগ করেন ওয়াননেস হার্ট সেন্টারের সদস্যবৃন্দ এবং বিশেষ অতিথিরা। এসময় মিশ্র সংস্কৃতির বন্ধুরা সূচনা করেন দেশ-জাতি-ধর্মের উর্ধ্বে উঠে ¯্রষ্টার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসার অপূর্ব মেলবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত শ্রী চিন্ময়ের অনুসারীরা এক আনন্দখর আড্ডা এবং ভাব বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দে অবগাহন করেন।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার শাকপুরা গ্রামে ১৯৩১ সালে জন্ম গ্রহণ করেন বিস্ময়কর সাধক শ্রী চিন্ময়। কৈশোরে তিনি মেডিটেশন এর ক্ষেত্রে সুগভীর কিছু আত্মিক অনুভুতি পান এবং পরবর্তীতে ধ্যানের সর্বোচ্চ অনুভুতি লাভ করেন। পাশচাত্যের অকৃত্রিম সাধকদের সাথে তার আধ্যাত্মিক জ্ঞান ভাগ করবার জন্যে ১৯৬৪ সালে নিউইয়র্কে পাড়ি দেন শ্রী চিন্ময়।
শ্রী চিন্ময়-এর জীবন ছিল সীমাহীন সৃজনশীলতার এক মূর্ত প্রতীক। সঙ্গীত, কাব্য, চিত্রকলা, সাহিত্য এবং ক্রীড়ার মত জ্ঞান ও কর্মের বিস্তৃত সব ক্ষেত্রে তিনি বিপুল সৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন।
বহুমূখী প্রতিভার অধিকারী শ্রী চিনময় মানুষের অসীম সৃজনী শক্তিতে বিশ্বাস করতেন। তিনি তের হাজার বাংলা ও আট হাজার ইংরেজী গান রচনা করেছেন। হাজার হাজার ছবি এঁকেছেন। ঝর্নাকলা নামে খ্যাত তার চিত্রশীল্পে রয়েছে বহু বর্নিল ও নানা চিন্তার সমাহার।
শ্রী চিন্ময় ১৯৭০ সাল থেকে ২০০৭-এ পরলোক গমনের আগে পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তরে পীস মেডিটেশন এর নেতৃত্ব দিয়েছেন। তার আদর্শ ¯্রষ্টা এবং তার সৃষ্টিকে ভালোবাসা। তার আদর্শে অনুপ্রানিত ছাত্র ছাত্রীরা বিশবব্যাপী বিনামূল্যে মেডিটেশন শিক্ষা দিয়ে থাকে। -প্রেস বিজ্ঞপ্তি।