শিল্পী লিমন চৌধুরী’র গজল সন্ধ্যায় মুগ্ধ দর্শক-শ্রোতা

- প্রকাশের সময় : ১১:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৮০ বার পঠিত
হক কথা ডেস্ক : প্রবাসের জনপ্রিয় শিল্পী লিমন চৌধুরী’র গজল সন্ধ্যা ছিলো গত ২৯ জানুয়ারী রোববার। ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ ঐদিন জ্যামাইকার ইকরা পার্টি হলে এই সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএ’র সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন প্রবাসী নাসির আলী খান পল, ডা. বর্ণালী হাসান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এন মজুমদার, ফখরুল ইসলাম দেলোয়ার, ডানা ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক মইনুল আলম বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বেলাল আহমেদ।
অনুষ্ঠানে প্রবাসের শিল্পীদের মধ্যে রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, নিপা জামান, ডা. নার্গিস রহমান, সেলিম ইব্রাহীম, ফারহানা তুলি, মাইশা ইসলাম, সজল, মোহর খান, মনিকা দাস, মোস্তফা অনিক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আব্দুর রশীদ বাবু, আলমগীর খান আলম, আহসান হাবীব, কামরুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পী লিমন চৌধুরী অনুষ্ঠানে প্রায় দুই ডজন গান পরিবেশন করেন। তার এককক গজল উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। গজল ছাড়াও তিনি সকল শ্রেনীর গানেই পারদর্শী বলে দর্শক-শ্রোতারা অভিমত ব্যক্ত করেন। এছাড়াও শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২৯ জানুয়ারী ছিলো লায়ন শাহ নেওয়াজের জন্মদিন। এ উপলক্ষ্যে উপস্থিত অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সূত্রঃ ইউএনএ