নিউইয়র্ক ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শাহ্ শহীদুল হক কোভিড-১৯ সম্মানে ভূষিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / ৩১ বার পঠিত

নিউইয়র্ক: কোভিড-১৯ চ্যাম্পিয়ানে ভূষিত হলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক (সাঈদ)। বিগত মার্চ ২০২০ থেকে আজ পর্যন্ত প্রায় ১২ বার কুইন্স-এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে অবিরাম নিরলস “মানুষ মানুষের জন্য” মন্ত্রের দীক্ষা নিয়ে এগিয়ে চলছেন অজানার পথে। এ পর্যন্ত প্রায় ডজন খানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অফ অনার পেয়েছেন শাহ্ শহীদুলহক (সাঈদ)। তার মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মান পেয়েছে সর্ব প্রথম তৎকারীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে, আরও আ্যওয়ার্ড দিয়েছেন প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী। স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেছেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান যিনি ওয়েজ এন্ড মিনসের চেয়ারম্যান ছিলেন, চার্লস র‌্যাভেলর্স।
আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যান্সার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেছেন স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের উপর অবদান স্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেছেন জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোসালওয়ারকার প্রদান করেছেন। প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মানিত সার্টিফিকেট প্রদান করেছেন ।
সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাপিয়ান কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক (সাঈদ)। এ সম্মান প্রদান করেছেন নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলীওমেন মিস ক্যাটলীনা ক্রুজ। উল্লেখ্য, যে গত ৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলমেন্ট এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাক্স বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। -প্রেস বিজ্ঞপ্তি।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শাহ্ শহীদুল হক কোভিড-১৯ সম্মানে ভূষিত

প্রকাশের সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

নিউইয়র্ক: কোভিড-১৯ চ্যাম্পিয়ানে ভূষিত হলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক (সাঈদ)। বিগত মার্চ ২০২০ থেকে আজ পর্যন্ত প্রায় ১২ বার কুইন্স-এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে অবিরাম নিরলস “মানুষ মানুষের জন্য” মন্ত্রের দীক্ষা নিয়ে এগিয়ে চলছেন অজানার পথে। এ পর্যন্ত প্রায় ডজন খানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অফ অনার পেয়েছেন শাহ্ শহীদুলহক (সাঈদ)। তার মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মান পেয়েছে সর্ব প্রথম তৎকারীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে, আরও আ্যওয়ার্ড দিয়েছেন প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী। স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেছেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান যিনি ওয়েজ এন্ড মিনসের চেয়ারম্যান ছিলেন, চার্লস র‌্যাভেলর্স।
আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যান্সার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেছেন স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের উপর অবদান স্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেছেন জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোসালওয়ারকার প্রদান করেছেন। প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মানিত সার্টিফিকেট প্রদান করেছেন ।
সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাপিয়ান কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক (সাঈদ)। এ সম্মান প্রদান করেছেন নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলীওমেন মিস ক্যাটলীনা ক্রুজ। উল্লেখ্য, যে গত ৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলমেন্ট এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাক্স বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। -প্রেস বিজ্ঞপ্তি।