১৬ জুন রোববার ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল
- প্রকাশের সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
- / ২৮২ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল-এর আয়োজনে কিগত বছরের মতো এবছরও নিউইয়রের্ক বাংলাদেশী-আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রোববার ১৬ জুন ব্রঙ্কসের জেরেজা ও ওয়াটারবেরী এভিনিউতে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ১৯ জুন বুধবার রাতে ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টর সামনে এক সংবাদ সম্মেলনে হেরিটেজ উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল-রে সভাপতি মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক ছাড়াও অন্যান্যের মধ্যে পৃষ্ঠপোষক এটর্নী মইন চৌধুরী, উৎসব কমিটির আহ্বায়ক সারওয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত আলী, সদস্য সচিব এ ইসলাম মামুন ও মঞ্জুর চৌধুরী জগলু প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বক্তারা রোবারের বাংলাদেশী-আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল-কে একটি ব্যক্তিক্রমী উৎসব হিসেবে তুলে ধরে এই উৎসবকে সফল করার জন্য সকল প্রবাসী বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করেন।