‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেলের ইশতেহার ঘোষণা
- প্রকাশের সময় : ১২:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৬১১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। চলছে প্যানেল দুটির প্রার্থীসহ অপর দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা। চলছে ভলেন্টিয়ার নিয়োগ। সব মিলিয়ে জমে উঠছে সোসাইটির নির্বাচনী প্রচারণা। এদিকে একটি প্যানেলের বাতিলকৃত দুই সদস্য পদের প্রার্থীতার দাবী এবং অপর একটি প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীর বৈধতার প্রশ্নে প্যানেল দুটির কর্মকর্তা এবং সোসাইটির কর্মকর্তাদের মধ্যে ‘টাগ অব ওয়ার’ চলছে। পাশাপাশি সোসাইটির নির্বাচন কমিশন-কে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে একটি প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি সাংবাদিক সম্মেলন করেছে। উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর রোববার সোসাইটির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল ছাড়াও সভাপতি পদে স্বতন্ত্রভাবে জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমেন (সোহেল)। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বেড়ে চলেছে। এদিকে ২৭ হাজার ৫১৩জন ভোটার নিয়ে প্রার্থীরা চিন্তিত থাকলেও দুই প্যানেলই হিসাব নিকাশ করছে কিভাবে তাদের প্যানেলকে বিজয়ী করা যায়। চলছে ভোটারের সন্ধান। কে কাকে ভোট বানিয়েছন, কোথায় কার ভোট তাই এখন প্রার্থীদের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে সোসাইটির ভোটার সংখ্যা হচ্ছে ২৭,৫১৩। যা রেকর্ড ভোটার। এরমধ্যে ৪৮৮ জন আজীবন সদস্য/ভোটার রয়েছেন। সাধারণ ভোটার হচ্ছে ২৭,০২৫ জন। সোসাইটির ইতিহাসে এতো সংখ্যক সদস্য/ভোটার হওয়ার নজির নেই।
বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল সহ আরো দুইজন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে দুই প্যানেলের ১৯জন করে এবং স্বতন্ত্র প্রার্থীদ্বয় সহ মোট প্রার্থীর সংখ্যা ছিলো ৪০জন। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে ‘নয়ন-আলী’ প্যানেলের দুই সদস্যের মনোয়নপত্র বাতিল এবং চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩৮জনের নাম প্রকাশিত হয়। ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে বাতিল হওয়া দুই প্রার্থীকে মনোনীত করার দাবী জানোর প্রেক্ষিতে সোসাইটির কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিনের মধ্যে রোববার অনুষ্ঠিত এক বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে ‘রব-রুহুল’ প্যানেল ঐ দুই প্রার্থীর ব্যাপারে কোন আপত্তি না থাকলে তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোসাইটির ১৯ পদে ৩৮জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় রয়েছেন। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর রোববার সোসাইটি অফিসে সোসাইটির কর্মকর্তা, নির্বাচন কমিশন ও ট্রাষ্টি বোর্ডের যৌথ সভায় বাতিলকৃত দুই সদস্য প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে যৌথ সভা করে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই সভা হয়নি। এনিয়ে পাল্টা-পাল্টি বক্তব্য পাওয়া গেছে। যৌথ সভা সফল করার জন্য ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য কাজী আজহারুল হক মিলনকে প্রধান করা হয়।
গত ১৬ সেপ্টেম্বরের সভার সর্বসম্মত সিদ্ধান্তে বলা হয় যে: নির্বাচন কমিশন সকল পক্ষকে নিয়ে একত্র হয়ে দুটি অসমাপ্ত বিষয়ে এক সপ্তাহের মধ্যে দুইজন সদস্য-এর নির্বাচন কমিশনার এর নির্বাচন করা নিয়ে সিদ্ধান্ত (চুড়ান্ত) নেবেন। নির্বাচন কমিশন, কার্যকরী পরিষদ, সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রাষ্টি বোর্ডের সকল সদস্য একত্রিত হয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন (উপরোক্ত)। সভায় ট্রাষ্টি বোর্ডের সদস্যদের মধ্যে এম, আজিজ, কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, মফিজুর রহমান, জামাল আহমেদ জনি, ওয়াসী চৌধুরী, আব্দুল হাসিম হাসনু ও মোস্তফা কামাল পাশা বাবুল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে নির্বাচন পরিচালনার জন্য প্যানেল দুটির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন বরোতে নির্বাচন পরিচালনা গঠন অব্যাহত রয়েছে। চলছে প্রচার প্রচারণার পাশাপাশি পোস্টারিং। সেই সাথে ফেসবুক প্রচারণাও চলছে সমানতালে। গত সপ্তাহে ‘নয়ন-আলী’ প্যানেল জ্যামাইকায় তাদের নির্বাচনী অফিস খোলার পাশাপাশি নিউকার্ক সহ জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলীন, ওজনপার্ক প্রভৃতি এলাকায় পৃথক পৃথকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। এছাড়াও নিউকার্কে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
অপরদিকে ‘রব-রুহুল’ প্যানেল বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করেছে। ২৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এই প্যানেল কর্মীসভা আয়োজন করা হয়েছে জ্যামাইকায়। স্থানীয় হিলসাইড এভিনিউর স্টার কাবার রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে। অপরদিকে ৩০ সেপ্টেম্বর রোববার ব্রুকলীনে ‘রব-রুহুল’ প্যানেলের পরিচতি সভা অনুষ্ঠিত হবে বলে প্যানেলটির প্রচার সম্পাদক প্রার্থী রিজু মোহাম্মদ জানিয়েছেন।