যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত ও সহযোগিতা করার আহবান
- প্রকাশের সময় : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
- / ৩৫৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ থেকে ডেমোক্র্যাট দলীয় আগামী ২০২০ সালের প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশী-আমেরিকান মেরী জোবায়দার ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানটি ছিলো মেরীর প্রথম ফান্ড রেইজিং। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী লেখক, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মূলধারার রাজনীতক ও অ্যাক্টিভিষ্ট ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিয়ে মেরী জোবাইদার সাফল্য কামনা করে বলেন, নিউইয়র্কে ইমিগ্র্যান্ট অভিভাসীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমস্যাও বাড়ছে। এসব সমস্য সমাধানের ব্যাপারে নতুন প্রজন্মরা যত অবহিত, পুরনোরা তত অবহিত নন। তাই সকল সমস্যা সমাধানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আনতে হবে এবং তাদেরকে যোগ্য স্থানে নির্বাচিত করতে হবে। বক্তারা মেরী জোবাইদা-কে একজন যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করা সহ সকল প্রকার সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। বক্তারা বলেন, ‘নিউ ফেস, নিউ ভয়েস’ এই শ্লোগানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মেরী জোবাইদার পক্ষে কাজ করতে হবে।
মেরী জোবাইদা তার বক্তব্যে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জগণের ভোটে বিশ্বাসী। একজন মানুষ বছরের পর বছর জনগণের ভোটে নির্বাচিত না হলে তিনি জনগণের কাছে আসবেন কেন? তিনি জনগণের সমস্যা বুঝবেন কিভাবে। তাই জনপ্রতিনিধিদের জনগণের কাছে আসতে হবে, জণগণের সমস্যা বুঝে কাজ করতে হবে, জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। তিনি তার নির্বাচর্নী প্রতিশ্রুতি হেসেবে বলেন, আমরা নির্বাচনে কোন করপোরেট প্রতিষ্ঠান, কোন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ডোনেশন নেবো না। জনগণে ডোনেশনে নির্বাচন করবো। এজন্য তিনি সবার প্রতি আহ্বান জানান এবং তার জন্য যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবীর কিরণ এবং নতুন প্রজন্মের অ্যাক্টিভিষ্ট ডা. রায়হান ফারুকীর উপস্থাপনায় অনুষ্ঠানে পার্কচেষ্টার টাইমস’র সম্পাদক শেখ মুসা আহমেদ সহ মূলধারার রাজনীতিকদের মধ্যে ব্রেন্ট ও’ল্যারী, এরিকা ভøাদিমার, খালিল আন্ড্রেসন ও বারিস স্যান্তোষ বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বেদারুল ইসলাম বাবলা, এন মজুমদার, হাসান আলী, শাহ আলম দুলাল, শাহানা হানিফ, মনিকা রায়, মনিজা রহমান, রওশন হাসান, তানভীর শাহীন, শামীম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রবাসী বাংলাদেশী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্স ব্রীজ, লং আইল্যান্ড সিটি, সানি সাইড, উডসাইড, ম্যাসপ্যাথ ও রিজউড নিয়ে ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ গঠিত। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মেহেরুন্নেসা জোবাইদা যিনি মেরী জোবাইদা হিসেবে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশী-আমেরিকান কমিনিউটিতে বিপুল পরিচিত লাভ করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান অ্যাসেম্বলীওম্যান ক্যাথেরীন নোলান-এর আসনে। ক্যাথেরিন দীর্ঘ ৩৫ বছর ধরে একই আসনে দায়িত্ব পালন করে আসছেন। ডিষ্ট্রিক্ট ৩৭ আসনে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির ভোটার ছাড়াও হিসপ্যানিক-আমেরিকান, অশ্বেতাঙ্গ-আমেরিকানদের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে ভিষন আশাবাদী মেরী জোবাইদা।