যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ’র রোগ মুক্তি কামনায় নেতৃবৃন্দ
- প্রকাশের সময় : ০৬:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
- / ৬২০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এর রোগ মুক্তি কামনা করেছেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতবৃন্দ। গত দুই সপ্তাহের আগে লং আইল্যান্ড জুইস হসপিটালে হাঁটুতে সফল অস্ত্রপাচার হয় মিসবাহ আহমেদের। বর্তমানে তিনি জ্যামাইকায় নিজ বাসভবনে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র যুবলীগের সকল নেতা-কর্মী তাঁর রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। যুবলীগ নেতৃবৃন্দ অতি সম্প্রতি তাকে দেখতে গিয়ে এই দোয়া কামনা করেন। এসময় তারা সংগঠনের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ-খবরও নেন এবং দলীয় কর্মকান্ড অবহিত করেন।
যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদের বাসায় তাকে দেখতে যান যুক্তরাষ্ট্র যুবলীগের সহ সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রব খান জামাল, নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক ছাদিকুল ইসলাম, সারোয়ার হোসেন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন, সহ সভাপতি রিন্টু লাল দাস, দুলাল মিয়া, সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর হোসেন, ব্রুকলীন বরো যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, ম্যানহাটন বরো যুবলীগের সভাপতি মনির উদ্দিন, ব্রঙ্কস বরো যুবলীগের সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, কুইন্স বরো যুবলীগের সাধারণ সম্পাদক শাহীদ সিরাজ সৌরভ প্রমূখ।