যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেলেন খোকন

- প্রকাশের সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ২৪২ বার পঠিত
আনোয়ার হোসেন খোকন। ছবি: সংগৃহীত
হককথা ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে বিএনপির উত্তর ও দক্ষিণ আমেরিকায় কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন খোকন ইতিমধ্যে আমেরিকার ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সম্মেলনের লক্ষে আহবায়ক কমিটি গঠন করেছেন। জর্জিয়ায় কাউন্সিল করে ভোটাভুটির মাধ্যমে কমিটি করেছেন। প্রায় প্রতিটি অঙ্গরাজ্য ও কানাডা সফর করে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
খোকনকে দেয়া চিঠিতে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ উদ্দেশ্য ও নীতি জোরালোভাবে প্রচারের মাধ্যমে বিএনপি সংগঠন গড়ে তোলার লক্ষে সাংগঠনিক কমিটি গঠন বা পুনর্গঠন (মেয়াদোত্তীর্ণ) করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিটি কমিটি গঠনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘপ্রায় এক যুগধওে যুক্তরাষ্ট্র বিএনপি’র কোন কমিটি নেই। ফলে দলীয় নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। চলছে পৃথক পৃথক নেতৃত্বে দলীয় কর্মসূচী। ফলে যুক্তরাষ্ট্র বিএনপিতে কোন ‘চেন অব কমান্ড’ নেই। এদিকে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ‘ইন্টার ষ্টেট বিএনপি যুক্তরাষ্ট্র’ নামে অতি সম্প্রতি নতুন সংগঠন গঠন করেছে। এই সংগঠনের উদ্যোগে ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন দাবীতে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।