যুক্তরাষ্ট্র জাপার ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- প্রকাশের সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
- / ৭৫৪ বার পঠিত
নিউইয়র্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ৬৮ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দিয়েছেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৭ মে শনিবার বিকেলে দলের চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
সুনীল শুভরায় জানান, এই কমিটিতে ৮জন উপদেষ্টা রাখা হয়েছে। তারা হলেন- সৈয়দ শওকত আলী, শাহাব উদ্দিন বাচ্চু, আব্দুর নূর বড় ভূইয়া, গিয়াস মজুমদার, মোহাম্মদ আলী (সাবেক কমিশনার), এবিএম ওসমান গণি, ছব্বির লস্কর, ডা. মো. আব্দুল লতিফ।
সভাপতি- মাহবুব আলী বুলু, সহ সভাপতি- জসিম উদ্দিন চৌধুরী, হাজী আব্দুর রহমান, অ্যাডভোকেট আলহাজ হারিছ উদ্দিন আহমেদ, মাহাবুব রহমান অনিক, গিয়াস আহমেদ, তোফায়েল আহমেদ চৌধুরী ও খন্দকার আলী নাসিম, সাধারণ সম্পাদক- আবু তালেব চৌধুরী চান্দু, যুগ্ম সাধারণ সম্পাদক- টুটুল আহমেদ, মো. আব্দুল করিম ও লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক- ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- মো. মোস্তফা মহসিন, অর্থ সম্পাদক- মো. ইলিয়াছ, যুগ্ম অর্থ সম্পাদক- সেন্ঠু মিয়া, প্রচার সম্পাদক- শাহজাহান সাজু, যুগ্ম প্রচার সম্পাদক- আক্তার কবির, দপ্তর সম্পাদক- শফিউল আলম, যুগ্ম দপ্তর সম্পাদক- সোহেব আহমেদ, যুগ্ম দপ্তর সম্পাদক- আব্দুল কাদের লালু, শ্রম বিষয়ক সম্পাদক- মোহাম্মদ মাসুদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহর খান, যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- ফারুক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক- মোহাম্মমদ আলাউদ্দিন, মহিলা সম্পাদিকা- জেসমিন আক্তার চৌধুরী, যুগ্ম মহিলা সম্পাদিকা- ফারজিন আহমেদ স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ মনিরুজ্জামান, সমবায় বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক- আবুল কাশেম, যুব শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম যুব শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আব্দুর নূর, আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকে মোহাম্মদ হানিফ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক- আজিজুল বারী আজিজ, আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ খান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- বিউটি বেগম, যুগ্ম তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মাহমুদুল হাসান সোহাগ, সদস্য- মাহবুবুর রহমান চৌধুরী, ওয়াহিদ ফেরদৌস, এবিএম খায়রুল আলম (যুব সংহতির সাধারণ সম্পাদক), ফিরোজ হাসান মিলন (নিউইয়র্ক ষ্ট্রেট সম্পাদক), শুভংকর গাঙ্গুলী (সভাপতি নিউইয়র্ক সিটি), খতীব উদ্দিন সরকার (সভাপতি পেনসেলভেনিয়া), আব্দুল মানিক সাচ্চু (সভাপতি ফ্লোরিডা), মোহাম্মদ রফিকুল হুদা (সম্পাদক, ফ্লোরিডা), শামসু মিয়া (সভাপতি, নিউজার্সী), নামুল বারী মজনু (সম্পাদক, নিউজার্সী), সুজিত সরকার (সভানেত্রী, মহিলা পার্টি), শাহনাজ বেগম (সম্পাদিকা, মহিলা পার্টি), হাবিবা বেগম (সভানেত্রী, মিশিগান), শফিকুল ইসলাম রুকু (সভাপতি, বোস্টন), আনাউল ইসলাম (সম্পাদক, পেনসেলভেনিয়া), টিপু সুলতান ও আবিদুর রহমান।