যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার পার্টি অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫
- / ৬৯০ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার পার্টি অনুষ্ঠিত হলো গত ১৯ জুন শুক্রবার। সিটির এস্টেরিয়াস্থ সুন্দরবন রেষ্টুরেন্ট আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সাল চিশতী।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের উপদেষ্টা গোলাম মেহরাজ, মাহবুবুর রহমান চৌধুরী, গিয়াস মজুমদার, আব্দুর নূর বড় ভূইয়া, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র জেএসডি’র সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন ও প্রবাস বিষয়ক সম্পাদক সোলেমান আলী এবং ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নজমুল ইসলাম মঞ্চে উপবিষ্ট ছিলেন। ইফতার পার্টি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
ইফতার পার্টিতে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আবু হানিফ। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী ও কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ সহ মাহবুবুর রহমান অনিক, এডভোকেট হারিস মিয়া, সৌরভ গাঙ্গুলী, জেসমিন আক্তার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা এস এম ফয়সাল চিশতী বলেন, বাংলাদেশের রাজনীতি চলছে দ্বিধাবিভক্তি আর প্রতিহিংসার মধ্য দিয়ে। যা এখন প্রবাসেও ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার এতো বছর পরও দেশের রাজনীতিতে বিভক্তি বন্ধে ব্যর্থ হয়েছি আমরা। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে ৯১ সাল থেকে। সেসময়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ৬ বছর জেলে পুতে রাখার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিতে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কমিটি গঠন করা হলে একদিকে যেমন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে অপরদিকে দলও শক্তিশালী হবে। তিনি বলেন, দেশের সকল দলেই এই ধরণের গণতান্ত্রিক কর্মকান্ডের অভাব রয়েছে।
ইফতার পার্টির বিশেষ মুনাজাতে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারেম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ যাতে পুনরায় রাষ্ট্রপতি হতে পারেন এবং অসুস্থ দলীয় নেতা ফকির আশরাফের দ্রুত আরোগ্য কামনা করা হয়।