নিউইয়র্ক ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগের সাবেক সভাপতি অনু’র ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • / ৭৫১ বার পঠিত

নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ এম নূরুল ইসলাম অনু গত কয়েকদিন ধরে ইউনাইটেড হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ১২ অক্টোবার বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন। তিনি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সন্তান। খবর ইউএনএ’র।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলামের (অনু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর শোক: এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনু’র অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।’
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
যুক্তরাষ্ট্র আ.লীগের শোক প্রকাশ: এদিকে এ এম. নূরুল ইসলাম অনুর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম পৃথক বার্তায় এম এ নূরুল ইসলাম অনুর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এম এ সালাম বার্তা সংস্থা ইউএনএ-কে জানান, ১৯৮৩ সালে শেখ ওয়াহিদুর রহমানকে সভাপতি ও আমাকে (এম এ সালাম) সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যাত্রা শুরু হয় এবং ১৯৮৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে নূরুল ইসলাম অনুকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিনি ২০০২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অধ্যাপক খালিদ হাসান সংগঠনের সভাপতি মনোনীত হন।
এম এ সালাম বলেন, মরহুম নূরুল ইসলাম অনু ব্যক্তিগতভাবে একজন ভালো ও সুন্দর মনের মানুষ ছিলেন। বিশেষ করে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে তিনি নিজেকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন মানূষ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগের সাবেক সভাপতি অনু’র ইন্তেকাল

প্রকাশের সময় : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ এম নূরুল ইসলাম অনু গত কয়েকদিন ধরে ইউনাইটেড হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ১২ অক্টোবার বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন। তিনি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সন্তান। খবর ইউএনএ’র।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলামের (অনু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর শোক: এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনু’র অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।’
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
যুক্তরাষ্ট্র আ.লীগের শোক প্রকাশ: এদিকে এ এম. নূরুল ইসলাম অনুর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম পৃথক বার্তায় এম এ নূরুল ইসলাম অনুর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এম এ সালাম বার্তা সংস্থা ইউএনএ-কে জানান, ১৯৮৩ সালে শেখ ওয়াহিদুর রহমানকে সভাপতি ও আমাকে (এম এ সালাম) সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যাত্রা শুরু হয় এবং ১৯৮৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে নূরুল ইসলাম অনুকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিনি ২০০২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অধ্যাপক খালিদ হাসান সংগঠনের সভাপতি মনোনীত হন।
এম এ সালাম বলেন, মরহুম নূরুল ইসলাম অনু ব্যক্তিগতভাবে একজন ভালো ও সুন্দর মনের মানুষ ছিলেন। বিশেষ করে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে তিনি নিজেকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন মানূষ হিসেবে প্রতিষ্ঠিত করেন।