নিউইয়র্ক ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অসাংগঠনিক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
  • / ৬৩০ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীন প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কর্তৃক প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ব্যক্তিগত কারণে কয়েক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে অপর যুগ্ম সাধারণ সম্পাদক (আমি আইরীন পারভীন) আমাকে না জানিয়ে সম্পূর্ন অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিকভাবে দলীয় ফোরামে আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করে যান। সাংগঠনিক নিয়ম অনুযায়ী, ক্রম অনুসারে যুগ্ম সাধারণ সম্পাদকই সংগঠনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে তিনি বলেন, শুধুমাত্র দলীয় অভ্যন্তরীণ গ্রুপিংকে কেন্দ্র করে দলীয় সভাপতি সিদ্দিকুর রহমানের প্ররোচনা ও নির্দেশে উক্ত অসাংগঠনিক কাজ করা হয়েছে। তিনি বলেন, সিদ্দিকুর রহমান সভাপতি হিসেবে কমিটিতে দায়িত্ব নেয়ার পর থেকেই দলে আভ্যন্তরীণ কোন্দল বিরাজমান। এই অভ্যন্তরীন কোন্দলের সূত্র ধরে শুধুমাত্র হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ও আমাকে রাজনৈতিকভাবে হেয় ও নির্মূল করার জন্য সিদ্দিকুর রহমান গংয়ের এই কূট প্রয়াস।
বিবৃতিতে আইরিন বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে কোন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলীয় অন্য সম্পাদকমন্ডলীর সদস্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার নজীর নেই। সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজন ভারপ্রাপ্ত আরেকজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব অর্পন করতে পারেন না। এটা গঠনতন্ত্রের সুস্পষ্ট লংঘন। গঠনতন্ত্র অনুযায়ী আমি যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সুতরাং দলীয় শৃংখলা ভঙ্গ ও বিভাজন সৃষ্টি না করে সবাই সাংগঠনিক নিয়ম মেনে চলবেন এটাই সবার কাছে প্রত্যাশা ও কাম্য।
বিৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের বিখ্যাত উক্তি ‘দলে বিশৃংখলা ও বিভাজন সৃষ্টিকারী সিন্ডিকেটই আসল সন্ত্রাসী। তাদের বাংলাদেশ আওয়ামী লীগে কোন স্থান নেই’। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভায় গত রোববার (২০ নভেম্বর) টেলি কনফারেন্সে জনাব ওবায়দুল কাদের বলেছেন, দেশে ও প্রবাসে আওয়ামী লীগের মধ্যে হাইব্রীড ও বিভাজনকারীদের কোন স্থান হবে না। তিনি তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী দলে হাইব্রীডদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
আমি আমার এই বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠন সমূহের সকল নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ে কোন ধরনের বিভ্রান্তিতে না জড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ এবং দলীয় শৃংখলা ভঙ্গ না করে গঠনতান্ত্রিক পদ্ধতিতে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অসাংগঠনিক

প্রকাশের সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীন প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কর্তৃক প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ব্যক্তিগত কারণে কয়েক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে অপর যুগ্ম সাধারণ সম্পাদক (আমি আইরীন পারভীন) আমাকে না জানিয়ে সম্পূর্ন অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিকভাবে দলীয় ফোরামে আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করে যান। সাংগঠনিক নিয়ম অনুযায়ী, ক্রম অনুসারে যুগ্ম সাধারণ সম্পাদকই সংগঠনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে তিনি বলেন, শুধুমাত্র দলীয় অভ্যন্তরীণ গ্রুপিংকে কেন্দ্র করে দলীয় সভাপতি সিদ্দিকুর রহমানের প্ররোচনা ও নির্দেশে উক্ত অসাংগঠনিক কাজ করা হয়েছে। তিনি বলেন, সিদ্দিকুর রহমান সভাপতি হিসেবে কমিটিতে দায়িত্ব নেয়ার পর থেকেই দলে আভ্যন্তরীণ কোন্দল বিরাজমান। এই অভ্যন্তরীন কোন্দলের সূত্র ধরে শুধুমাত্র হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ও আমাকে রাজনৈতিকভাবে হেয় ও নির্মূল করার জন্য সিদ্দিকুর রহমান গংয়ের এই কূট প্রয়াস।
বিবৃতিতে আইরিন বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে কোন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলীয় অন্য সম্পাদকমন্ডলীর সদস্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার নজীর নেই। সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজন ভারপ্রাপ্ত আরেকজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব অর্পন করতে পারেন না। এটা গঠনতন্ত্রের সুস্পষ্ট লংঘন। গঠনতন্ত্র অনুযায়ী আমি যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সুতরাং দলীয় শৃংখলা ভঙ্গ ও বিভাজন সৃষ্টি না করে সবাই সাংগঠনিক নিয়ম মেনে চলবেন এটাই সবার কাছে প্রত্যাশা ও কাম্য।
বিৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের বিখ্যাত উক্তি ‘দলে বিশৃংখলা ও বিভাজন সৃষ্টিকারী সিন্ডিকেটই আসল সন্ত্রাসী। তাদের বাংলাদেশ আওয়ামী লীগে কোন স্থান নেই’। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভায় গত রোববার (২০ নভেম্বর) টেলি কনফারেন্সে জনাব ওবায়দুল কাদের বলেছেন, দেশে ও প্রবাসে আওয়ামী লীগের মধ্যে হাইব্রীড ও বিভাজনকারীদের কোন স্থান হবে না। তিনি তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী দলে হাইব্রীডদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
আমি আমার এই বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠন সমূহের সকল নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ে কোন ধরনের বিভ্রান্তিতে না জড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ এবং দলীয় শৃংখলা ভঙ্গ না করে গঠনতান্ত্রিক পদ্ধতিতে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।