নিউইয়র্ক ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগের বিক্ষোভ সমাবেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
  • / ৫৮৯ বার পঠিত

নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কর্তৃক ‘কটুক্তি ও ইতিহাস বিকৃতি’র প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া কর্মসূচী পালন করেছে। গত ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ ডাইভারর্সিটি প্লাজায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে খোকাকে নিউইয়র্কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত মাসে নিউইয়র্কস্থ মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাদেক হোসেন খোকা বলেছেন, ‘প্রকৃত পক্ষে মওলানা ভাসানীই বাংলাদেশের স্বাধীনতার জনক’।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সর্বস্তরের নেতা-কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। সমাবেশে যোগদানকারীরা দলীয় ব্যানার হাতে সাদেক হোসেন খোকা সহ বিএনপি-জামায়াত বিরোধী নানা শ্লোগান দেয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা যথাক্রমে ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর ও হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি সামসুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম হীরা, যুবলীগর সহ সম্পাদক একে শিকদার আজাদ, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ প্রমুখ। সমাবেশে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, যুবলীগ নেতা শেখ জামাল হোসাইন, সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রনেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ডা. মাসুদুল হাসান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজ আমার দু:খ হয়। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ‘জাতির জনক’ শেখ মুজিব সম্পর্কে সাদেক হোসেন খোকা যে মন্তব্য করেছেন তা মেনে নেয়া যায় না।
ড. প্রদীপ রঞ্জন কর বলেন, বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব ‘জাতির জনক’। এটাই ইতিহাস। কারো কথায় ইতিহাস বদলে যাবে না। ইতিহাস বদলকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বাধীনতার পক্ষের সকল শক্তিতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে এক হতে হবে।
আব্দুস সামাদ আজাদ সাদেক হোসেন খোকাকে একজন ‘মিনি বিড়াল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি বিড়ালের মতো নিউইয়র্কে অবস্থান করে ‘জাতির জনক’ সম্পর্কে যা-তা বলছেন। কিন্তু আইনগতভাবে তিনি তা বলতে পারেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে নিউইয়র্কে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তাকে কোন সভা-সমাবেশে যোগ দিতে দেয়া হবে না, তাকে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, এই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন-এর প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা থাকলেও তাকে অনুপস্থিত দেখা যায়। অবশ্য প্রতিবাদ সমাবেশের পর সাহারা খাতুনের সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি যোগ দেন। জাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০১:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কর্তৃক ‘কটুক্তি ও ইতিহাস বিকৃতি’র প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া কর্মসূচী পালন করেছে। গত ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ ডাইভারর্সিটি প্লাজায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে খোকাকে নিউইয়র্কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত মাসে নিউইয়র্কস্থ মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাদেক হোসেন খোকা বলেছেন, ‘প্রকৃত পক্ষে মওলানা ভাসানীই বাংলাদেশের স্বাধীনতার জনক’।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সর্বস্তরের নেতা-কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। সমাবেশে যোগদানকারীরা দলীয় ব্যানার হাতে সাদেক হোসেন খোকা সহ বিএনপি-জামায়াত বিরোধী নানা শ্লোগান দেয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা যথাক্রমে ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর ও হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি সামসুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম হীরা, যুবলীগর সহ সম্পাদক একে শিকদার আজাদ, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ প্রমুখ। সমাবেশে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, যুবলীগ নেতা শেখ জামাল হোসাইন, সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রনেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ডা. মাসুদুল হাসান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজ আমার দু:খ হয়। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ‘জাতির জনক’ শেখ মুজিব সম্পর্কে সাদেক হোসেন খোকা যে মন্তব্য করেছেন তা মেনে নেয়া যায় না।
ড. প্রদীপ রঞ্জন কর বলেন, বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব ‘জাতির জনক’। এটাই ইতিহাস। কারো কথায় ইতিহাস বদলে যাবে না। ইতিহাস বদলকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বাধীনতার পক্ষের সকল শক্তিতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে এক হতে হবে।
আব্দুস সামাদ আজাদ সাদেক হোসেন খোকাকে একজন ‘মিনি বিড়াল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি বিড়ালের মতো নিউইয়র্কে অবস্থান করে ‘জাতির জনক’ সম্পর্কে যা-তা বলছেন। কিন্তু আইনগতভাবে তিনি তা বলতে পারেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে নিউইয়র্কে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তাকে কোন সভা-সমাবেশে যোগ দিতে দেয়া হবে না, তাকে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, এই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন-এর প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা থাকলেও তাকে অনুপস্থিত দেখা যায়। অবশ্য প্রতিবাদ সমাবেশের পর সাহারা খাতুনের সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি যোগ দেন। জাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।