নিউইয়র্ক ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগের বর্তমান কমিটিই বহাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • / ৯৩৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার (২ অক্টোবর) ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র  ত্যাগ করছেন। তিনি ওয়াশিংটন ডিসি এদিন রাতে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে জানা গেছে। এদিকে দলীয় সভাপতি শেখ হাসিনার সাথে বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫০ জন নেতা-কর্মী সাক্ষাৎ করেছেন। এজন্য রোববার দিনভর শত শত নেতা-কর্মীদের পদভার আর মিছিল-শ্লোগানে মুখর ভার্জিনিয়া। অপরদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদই ক্ষমতায় রইলেন। হলো না নতুন কমিটি। বহাল রইল যুক্তরাষ্ট্র আওযামী লীগের বর্তমান কমিটি। এদিকে দলীয় সভাপতির ঘোষণার ফলে দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি এখন আগামী কাউন্সিল। নিউইয়র্ক অবস্থানকালে শেখ হাসিনা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল করার নির্দেশ দেন।
ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীওদের সাক্ষাৎ  দেন। তিন দফায় ৫০ জন করে মোট ১৫০জন নেতা-কর্মী তাঁর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশারী করার আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ১ অক্টোবর রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রিটজ কার্লটন হোটেলে জড়ো হন। ফলে দলীয় নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে হোটেল রিটজ কার্লটন এলাকা। এসময়  সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সমাদ আজাদের নেতৃত্বে তারা শান্তি সমাবেশ করে সরকারের সমর্থনে নানা শ্লোগান দেন।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘মাদার অব হিউম্যানিটি উপাধি প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের কাছে একজন সফল রাষ্ট্র নায়ক। তার গৃহীত দূরদর্শী চিন্তা-চেতনায় বাংলাদেশ আজ সফলতার শীর্ষ বিন্দুতে অবস্থান করছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তাতে বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা কেন একজন সফল রাষ্ট্র নায়ক। তিনি বলেন, আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর মাধ্যমে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীরাও সেই প্রত্যয় ব্যক্ত করছে৷
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশকে বিশ্ব আজ নতুন ভাবে চিনতে পেরেছে। শেখ হাসিনার হাতে বাংলাদেশ কতটা নিরাপদ তা আজ বিশ্বনেতাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, আজকে আমরা এসেছি জননেত্রীর প্রতি আস্থা রেখে শান্তিপূর্ন মৌন মিছিল করে তার কর্মকান্ড সমর্থণ জানাতে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সহ সকল সহযোগী সংগঠন এবং ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেট্স, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির নেতা-কর্মীদের কলরবে মুখরিত হয়ে রিটজ কার্লটন হোটেল।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় ফেনীর এক রাজাকারের ভাই, জনৈক পাতি নেতা নিউইয়র্কের একটি মিডিয়ার বিরুদ্ধে মিথ্য কুৎসা রটানো শুরু করলে উপস্থিত অনেকেই সমোস্বরে তার প্রতিবাদ করেন। এসময় বলতে শুনা যায় ‘রাজাকারের ভাই’ হয়ে একটি মিডিয়ার বিরুদ্ধে বিষোদগার আওয়ামী লীগের জন্য কোনভাবেই কাম্য নয়। এসময় অনেকেকেই বলতে শুনা যায় যে, নিজের ঘর সামলাতে পারে না, যার বউ পালিয়ে যায় তার মুখে এসব কথা মানায় না। একাধিক পরশ্রীকাতরতার কারণেই ঐ নেতার বউ তাকে ছেড়ে চলে যায়।
উল্লেখ্য, জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলায় ভাষণ দেন। এরপর ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বসবাসরত তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান এবং সেখানেই তিনি অবস্থান করছেন। এরইমধ্যে গত ২৫ সেপ্টেম্বর সোমবার তার গল ব্লাডার অপারেশন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসেন এবং ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন সেশনে যোগদান ছাড়াও ২২ সেপ্টেম্বর শুক্রবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগের বর্তমান কমিটিই বহাল

প্রকাশের সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭

বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার (২ অক্টোবর) ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র  ত্যাগ করছেন। তিনি ওয়াশিংটন ডিসি এদিন রাতে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে জানা গেছে। এদিকে দলীয় সভাপতি শেখ হাসিনার সাথে বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫০ জন নেতা-কর্মী সাক্ষাৎ করেছেন। এজন্য রোববার দিনভর শত শত নেতা-কর্মীদের পদভার আর মিছিল-শ্লোগানে মুখর ভার্জিনিয়া। অপরদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদই ক্ষমতায় রইলেন। হলো না নতুন কমিটি। বহাল রইল যুক্তরাষ্ট্র আওযামী লীগের বর্তমান কমিটি। এদিকে দলীয় সভাপতির ঘোষণার ফলে দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি এখন আগামী কাউন্সিল। নিউইয়র্ক অবস্থানকালে শেখ হাসিনা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল করার নির্দেশ দেন।
ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীওদের সাক্ষাৎ  দেন। তিন দফায় ৫০ জন করে মোট ১৫০জন নেতা-কর্মী তাঁর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশারী করার আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ১ অক্টোবর রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রিটজ কার্লটন হোটেলে জড়ো হন। ফলে দলীয় নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে হোটেল রিটজ কার্লটন এলাকা। এসময়  সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সমাদ আজাদের নেতৃত্বে তারা শান্তি সমাবেশ করে সরকারের সমর্থনে নানা শ্লোগান দেন।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘মাদার অব হিউম্যানিটি উপাধি প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের কাছে একজন সফল রাষ্ট্র নায়ক। তার গৃহীত দূরদর্শী চিন্তা-চেতনায় বাংলাদেশ আজ সফলতার শীর্ষ বিন্দুতে অবস্থান করছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তাতে বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা কেন একজন সফল রাষ্ট্র নায়ক। তিনি বলেন, আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর মাধ্যমে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীরাও সেই প্রত্যয় ব্যক্ত করছে৷
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশকে বিশ্ব আজ নতুন ভাবে চিনতে পেরেছে। শেখ হাসিনার হাতে বাংলাদেশ কতটা নিরাপদ তা আজ বিশ্বনেতাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, আজকে আমরা এসেছি জননেত্রীর প্রতি আস্থা রেখে শান্তিপূর্ন মৌন মিছিল করে তার কর্মকান্ড সমর্থণ জানাতে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সহ সকল সহযোগী সংগঠন এবং ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেট্স, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির নেতা-কর্মীদের কলরবে মুখরিত হয়ে রিটজ কার্লটন হোটেল।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় ফেনীর এক রাজাকারের ভাই, জনৈক পাতি নেতা নিউইয়র্কের একটি মিডিয়ার বিরুদ্ধে মিথ্য কুৎসা রটানো শুরু করলে উপস্থিত অনেকেই সমোস্বরে তার প্রতিবাদ করেন। এসময় বলতে শুনা যায় ‘রাজাকারের ভাই’ হয়ে একটি মিডিয়ার বিরুদ্ধে বিষোদগার আওয়ামী লীগের জন্য কোনভাবেই কাম্য নয়। এসময় অনেকেকেই বলতে শুনা যায় যে, নিজের ঘর সামলাতে পারে না, যার বউ পালিয়ে যায় তার মুখে এসব কথা মানায় না। একাধিক পরশ্রীকাতরতার কারণেই ঐ নেতার বউ তাকে ছেড়ে চলে যায়।
উল্লেখ্য, জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলায় ভাষণ দেন। এরপর ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বসবাসরত তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান এবং সেখানেই তিনি অবস্থান করছেন। এরইমধ্যে গত ২৫ সেপ্টেম্বর সোমবার তার গল ব্লাডার অপারেশন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসেন এবং ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন সেশনে যোগদান ছাড়াও ২২ সেপ্টেম্বর শুক্রবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)