নিউইয়র্ক ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কারণ নেই : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • / ৪৩৪ বার পঠিত

হককথা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আমেরিকান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। কোনো এক সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে তারা এটা করেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছে। গত রোববার (৭ এপ্রিল) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সফরকালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কংগ্রেস সদস্যদের সাথে তার বৈঠক হবে।
জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সাথে এখন বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বাণিজ্যক্ষেত্রে দুই দেশের আরো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এসব নিয়েই আলোচনা হবে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় অর্ধশত মুসলিমকে হত্যার প্রতিশোধ নিতে আইএস ও আল-কায়েদার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর চলমান ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে একটি বার্তা দেয়া হয়েছে। এই সতর্কবার্তা নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের সতর্কবার্তা দেয়া যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কারণ নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯

হককথা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আমেরিকান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। কোনো এক সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে তারা এটা করেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছে। গত রোববার (৭ এপ্রিল) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সফরকালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কংগ্রেস সদস্যদের সাথে তার বৈঠক হবে।
জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সাথে এখন বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বাণিজ্যক্ষেত্রে দুই দেশের আরো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এসব নিয়েই আলোচনা হবে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় অর্ধশত মুসলিমকে হত্যার প্রতিশোধ নিতে আইএস ও আল-কায়েদার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর চলমান ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে একটি বার্তা দেয়া হয়েছে। এই সতর্কবার্তা নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের সতর্কবার্তা দেয়া যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে।