মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
- / ৭৬০ বার পঠিত
নিউইয়র্ক: মৌলভীবাজার জেলার জুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আজির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ম্যানহাটানের লিনেক্সহীল হাসপাতালে শেষ নিঃশাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা ১৯ জানুয়ারী শুক্রবার ওজনপার্ক আল-আমান মসজিদে অনুষ্ঠিত এবং মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানের জালালাবাদ এসোসিয়েশনের ক্রয়কৃত কবরে দাফন করা হয়।
শোক প্রকাশ: মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে শোক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ মোঃ সাহাব উদ্দিন। এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, বড়লেখা জুরী সামাজিক সমিতি ইউএসএ, কুলাউড়া সামাজিক সমিতি ও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতি সমিতি ইউএসএ’র নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি।