মেরী জোবাইদা’র ফান্ড রেইজিং ২৬ আগষ্ট
- প্রকাশের সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
- / ৩০৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ থেকে ডেমোক্র্যাট দলীয় আগামী ২০২০ সালের প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশী-আমেরিকান মেরী জোবায়দার ফান্ড রেইজিং অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ২৬ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭টায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠান আয়োজিত হবে। এটি মেরীর প্রথম ফান্ড রেইজিং। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী লেখক, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিস্টরা জানান। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির কুইন্স ব্রীজ, লং আইল্যান্ড সিটি, সানি সাইড, উডসাইড, ম্যাসপ্যাথ ও রিজউড নিয়ে ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ গঠিত। অনুষ্ঠানটি সফল করতে মেরী জোবাইদা সহ সংশ্লিষ্টরা সকল প্রবাসী বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মেহেরুন্নেসা জোবাইদা যিনি মেরী জোবাইদা হিসেবে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশী-আমেরিকান কমিনিউটিতে বিপুল পরিচিত লাভ করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান অ্যাসেম্বলীওম্যান ক্যাথেরীন নোলান-এর আসনে। দীর্ঘ ক্যাথেরিন দীর্ঘ ৩৫ বছর ধরে একই আসনে দায়িত্ব পালন করে আসছেন। ডিষ্ট্রিক্ট ৩৭ আসনে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির ভোটার ছাড়াও হিসপ্যানিক-আমেরিকান, অশ্বেতাঙ্গ-আমেরিকানদের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে ভিষণ আশাবাদী মেরী জোবাইদা।