মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনর বনভোজন ২ আগস্ট, ইফতার পার্টি ২০ জুন
- প্রকাশের সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
- / ৬৫২ বার পঠিত
নিউইয়র্ক: মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর কার্যকরি কমিটির এক সভা গত ১৯ মে পপুলার ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমীন সিদ্দিকী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন সিদ্দিক। সভায় উপস্থিত ছিলেন মিঠু হামিদ, মোহাম্মদ শফিকুল ইসলাম (আকতার), মনু তালুকদার, শেখ শওকত উজ্জল, জয়নাল আবেদীন (আমান), মোহাম্মদ শোহরাব হোসেন, মোহাম্মদ বিল্লাল, সাখওয়াত হোসেন, সাখওয়াত হোসেন রিটু, মোহাম্মদ আক্কাস, জহিরুল ইসলাম বিল্টু, মোহাম্মদ মঈন, সেলিম রেজা, তারেক হাসান, তাজুল ইসলাম, এম এ রশিদ, আবুল খায়ের আজাদ, আবু রব বাবুল, নুরুল ইসলাম চৌধুরী আরজু, ফেরদৌস ওয়াহিদ, উত্তম কুমার মন্ডল, বেলায়েত হোসেন (সঞ্চয়) ও মাসুুম বেপারী।
সভায় আহ্বায়ক ও সদস্য সচিব গত অভিষেক অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থিত সকল কার্যকরি কমিটির কাছে তুলে ধরেন। এর পর বার্ষিক বনভোজন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ২ আগষ্ট রোববার লং আইল্যান্ডের হ্যাকসেয়ার পার্কে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক বনভোজন’২০১৫ দিন ধার্য করা হয়। বার্ষিক বনভোজন সফল করার লক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বনভোজন কমিটির আহ্বায়ক- আবু রব বাবুল, সদস্য সচিব- মাসুুম ব্যাপারী, প্রধান সমন্বয়কারী- মনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক- শেখ শওকত উজ্জল, মোহাম্মদ মঈন, মোহাম্মদ জহিরুল ইসলাম বিল্টু, ফেরদৌস ওয়াহিদ, উত্তম কুমার মন্ডল। যুগ্ম সদস্য সচিব- তারক হাসান।
সেই সাথে আগামী ২০ জুন শনিবার উডসাইড বাইতুল জান্নাহ মসজিদে (৬২-০১ ৩৯ এভিনিউ, উডসাইড) পবিত্র রমজানের ইফতার পার্টির দিন ধার্য করা হয়।