মুক্তধারার সপ্তাহব্যাপী কর্মসূচী

- প্রকাশের সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
- / ৫৬০ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর জন্মদিন উপলক্ষে মুক্তধারা নিউইয়র্ক সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। মুক্তধারার জ্যাকমস হাইটস শাখায় মঙ্গলবার সকাল ১১টা থেকে এই কর্মসূচী শুরু হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে সপ্তাহব্যাপী গ্রন্থ প্রদর্শনী, মুক্তধারায় লাউড স্পিকারে হুমায়ূন আহমেদ-এর সঙ্গীত পরিবেশন, হুমায়ূন আহমেদকে তাদের শ্রদ্ধা নিবেদন প্রভৃতি। ২০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচী চলবে। প্রতিদিন সকাল ১১টা রাত ১০টা পর্যন্ত মুক্তধারায় তাঁর স্মরণে এই অনুষ্ঠান চলবে। খবর ইউএনএ’র।
মুক্তধারার বিশ্বজিত সাহা জানান, প্রচন্ড ঠান্ডার মধ্যেও নিউইয়র্কের হুমায়ূন ভক্তরা তার জন্মদিনে তাঁকে স্মরণ করতে মুক্তধারায় আসছে। জ্যাকসন হাইটসের পথচারীরা হুমায়ুন আহমেদ গান শুনে মুক্তধারায় এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।
বিগত ২০০২ সাল থেকে মুক্তধারা নিউইয়র্ক নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন পালন করে আসছে। এবছরও বাংলা সাহিত্যের ক্ষণজন্মা এই লেখকের সৃষ্টি গ্রন্থ-চলচ্চিত্র, সঙ্গীত ও নাটকের ডিভিডির প্রদর্শনীর মাধ্যমে মুক্তধারা নিউইয়র্ক তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর লেখা কবিতা পাঠ, গান সম্প্রচার ছাড়াও আরো থাকবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র প্রদর্শনী। প্রতি বছরের মত হুমায়ূন আহমেদ এর ভক্তদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য থাকছে ‘মন্তব্য খাতা’।
এছাড়াও লেখকের জন্মদিন উপলক্ষে মুক্তধারা নিউইয়র্ক তাঁর লেখা গ্রন্থাবলীতে ১৫% বিশেষ ছাড় দিচ্ছে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের জীবদ্দশায় ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে মুক্তধারায় এই বরণ্য লেখকের জন্মদিন পালিত হয়। হুমায়ূন আহমেদের জন্ম,দিনের অনুষ্ঠানে তিনি তাঁর ভক্তদের সাথে স্কাইপিতে কথা বলেন। সেদিন বাবার হয়ে জন্মদিনের কেক কাটে নিষাদ হুমায়ূন। আরো উল্লেখ্য, সেটিই ছিল হুমায়ূন আহমেদ-এর জীবদ্দশায় শেষ জন্মদিন। আর ২০০২ সালে হুমায়ূন আহমেদ-এর জীবদ্দশায় হূমায়ূন মেলার গোড়াপত্তনও করে মুক্তধারা নিউইয়র্ক। লেখকের জীবদ্দশায় তিনি অংশগ্রহণ করের মুক্তধারা নিউইয়র্কের বিভিন্ন গ্রন্থমেলায়।