মন্ত্রী ছায়েদুল হকের ইন্তেকাল : যুক্তরাষ্ট্র আ. লীগের শোক
- প্রকাশের সময় : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / ৫৮৮ বার পঠিত
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। দলের পক্ষে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। শোক বার্তার তারা মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মন্ত্রী ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসের সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইয়াহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক।
মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে শেখ হাসিনার সরকারে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রবীণ এই নেতা।