মওদুদ আহমদের ইন্তেকালে প্রবাসীদের শোক

- প্রকাশের সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ৮২ বার পঠিত
হককথা ডেস্ক: বিশিষ্ট রাজনীতিক ও আইনজ্ঞ, অভিজ্ঞ পার্লান্টোরিয়ান, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ-এর ইন্তেকালে দেশবাসীর ন্যায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাতেই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ব্যারিস্টার মওদুদ আহমদ-এর ইন্তেকালে শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন: যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া, মনজুর আহমেদ চৌধুরী ও সামসুল ইসলাম মজনু, সাবেক যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় পাটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ফ্লোরিডা বিএনপি’র সভাপতি মোহাম্মদ দিনাজ খান, যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপি’র সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, সহ সভাপতি আতিকুল হক আহাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, যুবদল নেতা রেজাউল আজাদ ভূইয়া প্রমুখ।