নিউইয়র্ক ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী সুপন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / ৬৪৮ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে আবারো হেইট ক্রাইমের শিকার হলেন আরেক বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরী। ইতিপূর্বে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন আরো কয়েকজন বাংলাদেশী। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনার পুনঃরাবৃত্তি, বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না কমিউনিটি নেতারা। আসন্ন রমজান ঘিরে প্রকাশ্য একজন বাংলাদেশীর ওপর হামলা’সহ তার গাড়ি ভাঙচুরের ঘটনা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কমিউনিটি নেতারা। এদিকে ঘটনার সময় হামলকারীরা সুপনকে বেধড়ক মরাধোরের পাশাপাশি ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে চিৎকার চেচামেচি করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন ঘটনার শিকার সুপন। খবর ইউএনএ’র।
জানা গেছে, ব্রঙ্কসের জেরুম এভিনিউ সংলগ্ন ১২১৫ এন্ডারসন এভিনিউতে গত ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানো অবস্থায় বেশ কয়েকজন বখাটে ‘উবার’ ক্যাবী চালক সুপন চৌধুরীর ওপর অতর্কিত এ হামলা চালায়। এসময় গাড়িতে একজন নারী যাত্রী ছিলেন। ঘটনার সময় রেড লাইটের স্টপ সাইনে অপেক্ষমান থাকা অবস্থায় বেশ কয়েকজন তরুণ এসে তাকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলে এবং ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে গাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে  গাড়ি থেকে নামিয়ে উপর্যপূরি আঘাত করতে থাকে বলে জানান আহত সুপন। পরে ৯১১ এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। আহত বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরীকে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান কমিউনিটির নেতারা। এদের মধ্যে ছিলেন এডভোকেট এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ।
হাসপাতাল থেকে ফিরে ২০ মে শনিবার মূলধারার গণমাধ্যম’সহ কমিউনিটি নেতাদের সাথে ঘটনার বিবরণ দেন ক্যাবী সুপন। গাড়ির অভ্যন্তরে থাকার পরও, গ্রুপ বেঁধে নিজের ওপর অতর্কিত হামলায় ভয়-উৎকণ্ঠা জানান, হেইট ক্রাইম’র শিকার সুপন চৌধুরী। এধরণের অতর্কিত হামলায় উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশী কমিউনিটি।
এর আগেও নিউইয়র্কে একাধিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশীরা। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গেল বছর রমজানের তারাবিহ নামাজ পড়ে গিয়ে পার্কচেস্টার মসজিদের সামনেই তিন যুবকের হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশী আতিক আশরাফ আর ব্রঙ্কসের স্টারলিংয়ে প্রকাশ্য ঘটনার শিকার হন সোহেল চৌধুরী।
একাধিক ঘটনার পর এবার বাংলাদেশী সুপনের ওপর বখাটেদের হামলায় আক্ষেপ প্রকাশ করেছেন, মজিবুর রহমান। বয়োবৃদ্ধ এই ব্যক্তিও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। মাইনরটি অভিবাসীদের উপর সম্ভাব্য হামলা বন্ধ’সহ আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশী এলাকা ঘিরে পুলিশের নিরাপত্তা বৃদ্ধির দাবি উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী সুপন

প্রকাশের সময় : ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউইয়র্ক: নিউইয়র্কে আবারো হেইট ক্রাইমের শিকার হলেন আরেক বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরী। ইতিপূর্বে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন আরো কয়েকজন বাংলাদেশী। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনার পুনঃরাবৃত্তি, বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না কমিউনিটি নেতারা। আসন্ন রমজান ঘিরে প্রকাশ্য একজন বাংলাদেশীর ওপর হামলা’সহ তার গাড়ি ভাঙচুরের ঘটনা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কমিউনিটি নেতারা। এদিকে ঘটনার সময় হামলকারীরা সুপনকে বেধড়ক মরাধোরের পাশাপাশি ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে চিৎকার চেচামেচি করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন ঘটনার শিকার সুপন। খবর ইউএনএ’র।
জানা গেছে, ব্রঙ্কসের জেরুম এভিনিউ সংলগ্ন ১২১৫ এন্ডারসন এভিনিউতে গত ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানো অবস্থায় বেশ কয়েকজন বখাটে ‘উবার’ ক্যাবী চালক সুপন চৌধুরীর ওপর অতর্কিত এ হামলা চালায়। এসময় গাড়িতে একজন নারী যাত্রী ছিলেন। ঘটনার সময় রেড লাইটের স্টপ সাইনে অপেক্ষমান থাকা অবস্থায় বেশ কয়েকজন তরুণ এসে তাকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলে এবং ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে গাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে  গাড়ি থেকে নামিয়ে উপর্যপূরি আঘাত করতে থাকে বলে জানান আহত সুপন। পরে ৯১১ এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। আহত বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরীকে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান কমিউনিটির নেতারা। এদের মধ্যে ছিলেন এডভোকেট এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ।
হাসপাতাল থেকে ফিরে ২০ মে শনিবার মূলধারার গণমাধ্যম’সহ কমিউনিটি নেতাদের সাথে ঘটনার বিবরণ দেন ক্যাবী সুপন। গাড়ির অভ্যন্তরে থাকার পরও, গ্রুপ বেঁধে নিজের ওপর অতর্কিত হামলায় ভয়-উৎকণ্ঠা জানান, হেইট ক্রাইম’র শিকার সুপন চৌধুরী। এধরণের অতর্কিত হামলায় উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশী কমিউনিটি।
এর আগেও নিউইয়র্কে একাধিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশীরা। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গেল বছর রমজানের তারাবিহ নামাজ পড়ে গিয়ে পার্কচেস্টার মসজিদের সামনেই তিন যুবকের হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশী আতিক আশরাফ আর ব্রঙ্কসের স্টারলিংয়ে প্রকাশ্য ঘটনার শিকার হন সোহেল চৌধুরী।
একাধিক ঘটনার পর এবার বাংলাদেশী সুপনের ওপর বখাটেদের হামলায় আক্ষেপ প্রকাশ করেছেন, মজিবুর রহমান। বয়োবৃদ্ধ এই ব্যক্তিও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। মাইনরটি অভিবাসীদের উপর সম্ভাব্য হামলা বন্ধ’সহ আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশী এলাকা ঘিরে পুলিশের নিরাপত্তা বৃদ্ধির দাবি উঠেছে।