ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৮ বার পঠিত
নিউইয়র্ক : ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মেসার আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারী বায়তুল আমান ইসলামিক সেন্টারে আয়োজিত আলোচনা মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বিশিস্ট ইসলামী চিন্তাবীদ, নারায়ণগঞ্জের কেল্লারপুর শাহী মসজিদের খতীব ড. হাফিজ মাওলানা মোহাম্মাদ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মোহাম্মাদ মুহসীন মাশকুর, বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মাদ আজিরুদ্দীন। এসময় বক্তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। আমরা যদি এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনের মায়া ত্যাগ করে, একবার পরকালের চিন্তা করে কাজ করি তাহলে হয়তো নিজে এবং আমাদের পরিবারগুলোকে পরকালের আগুনের আজাব থেকে রক্ষা করতে পারব।
কেননা এ দুনিয়া হচ্ছে পরকালের সঞ্চয় জমানোর স্থান। আমরা যত ভালো কাজ করবো পরকালে আমাদের পাল্লা ততই ভারী হবে। তাই সবাইকে ইসলামের শিক্ষা এবং মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার করার আহ্বান জানান তারা। এসময় মরহুম ড. মেসার আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং বায়তুল আমান ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে মরহুমের অবদানের কথা স্মরণ করা হয় ।
দোয়া মাহফিলে মরহুম ড. মেসার আহমদসহ যারা বায়তুল আমান ইসলামিক সেন্টারের সাথে জড়িত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে জড়িত আছেন তাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয় ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বায়তুল আমান ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির দায়িত্বশীল মোখলেছুর রহমান সেলিম, মোহাম্মদ কবীর, চার্লি আকবর, মোহাম্মদ ফরিদুল ইসলাম খান, কামরুল ইসলাম বাবু, আহমেদ জিয়া, মাসুদ-উর-রহমান, কবির উদ্দিন ভুইয়া, আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ হোসেন আলী, মোহাম্মদ আব্দুল হালিম, ফরিদ উদ্দিন, আবু সুফিয়ান, শিক্ষক মোজতাহিদুল চৌধুরীসহ বিপুল সংখ্যাক মুসল্লী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।