বুধবার বিজয় দিবস : নিউইয়র্কে ভার্চ্যুয়ালী কর্মসূচী ঘোষণা

- প্রকাশের সময় : ১১:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ৫৪ বার পঠিত
হককথা রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বর বুধবার বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ৯ মাসের সশ¯্র যুদ্ধের মধ্যদিয়ে বিশ্বের বুকে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সবুজে ঘেরা লাল পতাকা। দেশের ন্যায় প্রবাসেও বিজয় দিবস পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভার্চ্যুয়ালী এসব কর্মসূচী পালিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগ ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন রংপুর-৫ (মিঠাপুকুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ-এর কোষাধ্যক্ষ এবং জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিএইচ এন আশিকুর রহমান।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিজয় দিবসের ‘ভার্চুয়াল সভা’ সফল করা এবং যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহন করার জন্য বিনীত আহবান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বুধবার রাত ৮টায় ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করেছে।