বিশিষ্ট লেখক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র বিয়োগ
- প্রকাশের সময় : ০১:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৬৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী এবং সাবেক ব্যাংকার সুরাইয়া খানমের একমাত্র পুত্র তানজির চৌধুরী ইন্তেকাল করেছেন। হার্ট অ্যাটাকের শিকার হয়ে তানজির শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৩৯ বছর। মৃত্যুকালে তানজির স্ত্রী এটর্নী সুরাইয়া রহমান ও মা-বাবা সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তানজিরের নামাজে জানাজা শনিবার (১৬ নভেম্বর) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূক্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
মা-বাবার সাথে তানজির চৌধুরী
শোক প্রকাশ: লেখক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র তানজির চৌধুরীর মৃত্যুতে সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক ও আকবর হায়দার কিরণ, টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ গভীর শোক সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।